সর্বশেষ

» ছাত্রশিবির সিলেট মহানগর শাখার বিক্ষোভ মিছিল, পুলিশের হামলায় আহত ৪

প্রকাশিত: ৩০. মার্চ. ২০২১ | মঙ্গলবার

Manual2 Ad Code

চেম্বার প্রতিবেদক: সিলেট নগরীর জেলরোড এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মিছিল করেছে। আজ

Manual2 Ad Code

মঙ্গলবার (৩০ মার্চ) বেলা আড়াইটার দিকে ছাত্রশিবির সিলেট মহানগর শাখার উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে সরকার বিরোধী নানা শ্লোগান দেয়া হয়। এমন সময় বন্দর বাজারে কর্তব্যরত পুলিশ মিছিলকে বাঁধা প্রদান করে। শিবির বাঁধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ বাধে।
মিছিল প্রতিহত করতে গিয়ে পুলিশ শিবিরের উপর লাঠিচার্জ, টিয়ার সেল ও সাউন্ড গ্রেন্ড নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

Manual5 Ad Code

এ সময় পুলিশের হামলায় শিবিরের কয়েকজন আহত হন। আহতরা হলেন ছাত্র শিবির সিলেট মহানগর কমিটির ছাত্রনেতা সায়রুক হাসান ,কামাল মিয়া, কানাইঘাটের শিবির নেতা আশিক উদ্দিন, আশরাফুজ্জামান জুয়েল
ও বেলাল আহমদ। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কে এম আবু তাহের বলেন, ছাত্র শিবির অনুমতি ছাড়া মিছিল বের করলে তাদেরকে বাঁধা দেয়া হয়। কিন্তু তারা বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, গণকমিশন কর্তৃক ধর্মব্যবসায়ী হিসেবে ১১৬ জন আলেমের তালিকা প্রকাশের প্রতিবাদে মঙ্গলবার মিছিল বের করে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশি বাধার সম্মুখীন হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন,এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual6 Ad Code