কানাইঘাটের বামজঙ্গা কালিমন্দিরের জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২০. মে. ২০২৫ | মঙ্গলবার


Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের মহাপবিত্র পীঠস্থান কানাইঘাটের শ্রী শ্রী বামজঙ্গা মহাপীঠ কালিমন্দিরের স্বত্ব দখলীয় ভূমি বেআইনিভাবে আত্মসাৎ ও জবর দখলের চেষ্টার সাথে জড়িত ভূমি খেকোদের আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের সামনের সড়কে শ্রী শ্রী বামজঙ্গা মহাপীঠ কালিমন্দিরের ভক্তবৃন্দের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বামজঙ্গা মহাপীঠ কালিমন্দির পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার মানিক লাল দাসের সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ সভাপতি প্রতাপ চন্দ্র দাস ও পৌর ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দাস অপুর যৌথ পরিচালনায় মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের পাশাপাশি সংহতি জানান অনেকে।
এ সময় বক্তারা বলেন, কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ গ্রামে অবস্থিত শত শত বছরের পুরোনো হিন্দু-ধর্মাবলম্বীদের মহাপবিত্র পীঠস্থান শ্রী শ্রী বামজঙ্গা মহাপীঠ কালিমন্দিরের দখলীয় অনেক ভূমি সম্প্রতি এলাকার চিহ্নিত ভূমিখেকো ও চোরাকারবারী, একাধিক মামলার আসামী ফয়েজ আহমদ মেম্বার ও তোতা মিয়া গংরা জোরপূর্বক ভাবে জবর দখল করে নিয়েছে। এই ভূমিখেকো চক্র বর্তমানে এলাকার ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত হওয়ার পাশাপাশি মন্দিরের সেবায়েত থেকে শুরু করে এলাকার নিরীহ হিন্দু সম্প্রদায়ের লোকজনদের নানাভাবে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। মন্দিরের আরো জায়গা জবর দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এলাকার হিন্দু-মুসলমান সহ সকল সম্প্রদায়ের মানুষ সব-সময় মন্দিরের পবিত্রতা রক্ষা করার জন্য সহযোগিতা করে আসছেন, কিন্তু মন্দিরের জায়গা জবর দখলকারী ভূমিখেকো চক্র কারো কথা শুনছে না। তারা এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির বরাবরে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ভূমিখেকোদের বিরুদ্ধে অভিযোগ দেয়ার পরও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত মন্দিরের জায়গা জবর দখলকারীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে হিন্দু সম্প্রদায়ের লোকজন বৃহত্তর কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে। মানববন্ধনে বিএনপির নেতৃবৃন্দ, ঐতিহ্যবাহী বামজঙ্গা কালিমন্দিরের জায়গা জবর দখলকারী ভূমিখেকো চক্রকে গ্রেফতার করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোরদাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দুর্গাকুমার দাস, সহ সভাপতি সলিল চন্দ্র দাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি চিত্রশিল্পী ভানু লাল দাস, সুদীপ্ত চক্রবর্তী, বর্তমান সভাপতি ভজন লাল দাস, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, বামজঙ্গ মহাপীঠ কালিমন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব বিশ^জিৎ রায়, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কুমার দাস, ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি বিধান চৌধুরী, বামজঙ্গা কালিমন্দির কমিটির সদস্য সাধন লাল দাস, পৌর পুজা উদ্যাপন পরিষদের সুকান্ত চক্রবর্তী প্রমুখ।
মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।

Manual8 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual2 Ad Code