ভারি বৃষ্টিপাত ও পাহাঢ়ি ঢলে কানাইঘাটের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে

প্রকাশিত: ২০. মে. ২০২৫ | মঙ্গলবার


Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি ঃ ভারি বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের অনেক এলাকা বানের পানিতে তলিয়ে গেছে। এতে করে পাকা, ইটসলিং ও কাঁচা রাস্তার ক্ষতিসাধন হয়েছে। সোমবার রাত থেকে ভারি বর্ষণ হলে পানিতে উপজেলার অনেক এলাকা তলিয়ে গিয়ে জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে ভারতের মেঘালয় রাজ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢল নেমে কানাইঘাটের লোভা নদীতে। গতকাল মঙ্গলবার সকাল থেকে ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লোভা নদীতে তীব্র স্রোত দেখা দেয়। এতে করে সুরমা নদীর পানি ব্যাপকহারে বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত বিপদ সীমার নিচে প্রবাহিত হচ্ছে। ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকায় নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত লোকজনের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে। পাহাড়ি ঢলের কারনে সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কয়েকটি রাস্তার ক্ষতিসাধন হয়েছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট ও ফসলি ক্ষেতের জমি।

Manual3 Ad Code

এদিকে সকাল থেকে ভারতের উজান থেকে পাহাড়ি ঢল নামার খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে। নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সার্বিক খোঁজ-খবর নেয়ার নির্দেশনা দিয়েছেন।
লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মাও. জামাল উদ্দিন জানিয়েছেন, ভারি বর্ষণ ও ভারত সীমান্ত এলাকায় কয়েকদিন থেকে বৃষ্টিপাত হওয়ার কারনে পাহাড়ি ঢলের পানি সুরই নদী, আমরি ও সিঙ্গারীখাল দিয়ে প্রবাহিত হয়ে মঙ্গলবার সকাল থেকে তার ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা বানের পানিতে তলিয়ে যায়। এতে করে সুরইঘাট টু বাঘরা দেড়শ ফিট মেকাডম করা রাস্তার কয়েকটি স্থানে পানির স্রোতে ভেঙে গেছে। গোরকপুর জিসি সড়কের মাটির রাস্তা, সুরইঘাট টু মুলাগুল এলজিইডির পাকা সড়কের আব্দুল করিমের বাড়ির সামনে অংশ ভেঙে গেছে। এছাড়াও বাদশা বাজার সংলগ্ন পয়েন্ট থেকে ডগিরপার ইটসলিং রাস্তা পানির নিচে তলিয়ে রয়েছে এবং কানাইঘাট-সুরইঘাট পাকা সড়কের লালমসজিদ রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
ভোর থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার কারনে কানাইঘাট পৌরসভার বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

Manual1 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual8 Ad Code