সর্বশেষ

» সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকে সংবর্ধনা

প্রকাশিত: ১২. মে. ২০২৫ | সোমবার

চেম্বার ডেস্ক: যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন ও শাসনের অবসান ঘটাতে প্রবাসে বিএনপি নেতাকর্মীরা নির্ভীকভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। তারা বিদেশের মাটিতে থেকেও ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনকে জাগিয়ে রেখেছিলেন। তিনি বলেন, বিএনপি দীর্ঘ দিন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম করায় দেশের জনগণ আগামী জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি বলেন, জনগণের সেবা করতে সিলেট-৩ আসনের উন্নয়ন, প্রবাসীদের মর্যাদা, কৃষি ও শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনতে কাজ করতে চাই। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা দাবি বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি সোমবার (১২ মে) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের দেয়া গণসংবর্ধনার জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা বিএনপির উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা হুমায়ুন আহমেদ মাসুক, মহানগর বিএনপি নেতা মো. সাহেদ আহমদ ও আব্দুল ওয়াদুদ, দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক হাজী শাহ আলম, তারেক জিয়া ঐক্য পরিষদ সিলেট জেলা আহ্বায়ক আলী নেওয়াজ আজিজ, রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক, ব্যবসায়ী মো. আখতার হোসেন সুমন, সিসিকের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীদ হোসেন সবুজ, যুক্তরাজ্য বিএনপি নেতা মোজাম্মেল হাসান চৌধুরী ইকবাল, ইতালী বিএনপি নেতা প্রভাষক খলিলুর রহমান খোকন, ইতালী বিএনপি নেতা রিপন সরকার, সাবেক ছাত্রদল নেতা ও জাসাস যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক তোফায়েল বাছিত তপু, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মিশিগান আমেরিকা বিএনপির সাংগঠনিকত সম্পাদক মো. তুহিন আহমদ, বালাগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি সুরমান আলী, সিনিয়র সহ সভাপতি সৈয়দ শেরুল, সিলেট জেলা শ্রমিকদলের সদস্য জুমেল ইসলাম, দক্ষিণ সুরমা মোগলাবাজার উপজেলা শ্রমিক সভাপতি মো. কাওসার আহমদ প্রমুখ। বিমানবন্দরে সংবর্ধনা শেষে হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির কল্যাণের লক্ষ্যে মোনাজাত পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30