সর্বশেষ

» কানাইঘাটে ঝিংগাবাড়ী সমিতির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ১২. ডিসেম্বর. ২০২৫ | শুক্রবার

Manual4 Ad Code

চেম্বার ডেস্ক: কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির আয়োজনে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, চতুর্থ-পঞ্চম শ্রেনীর মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা ও হিফজুল কুরআন প্রতিযোগিতার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (১২ ডিসেম্বর) মুকিগঞ্জ বাজার সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান।

Manual3 Ad Code

তিনি তাঁর বক্তব্য বলেন, শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে লেখাপড়া করতে হবে। ক্ষুদে শিক্ষার্থীদের মোবাইল থেকে দূরে থাকতে হবে। জীবন নিয়ে স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন বাস্তবায়নে প্রচুর লেখাপড়া করতে হবে।
অভিভাবকদের উদ্দেশ্য তিনি বলেন, সন্তানদের বিদেশমুখী প্রবণতা দূর করতে হবে৷ স্কলারশিপ পেয়ে যদি সন্তান বিদেশ যায় তাহলে যাবে,কিন্তু শুধুমাত্র টাকার কারণে বিদেশের চিন্তা বাদ দিয়ে এদেশের জন্য উপযোগী করে গড়ে তুলতে হবে।

সমিতির সভাপতি মিজানুর রহমান চৌধুরী মাশকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদরাসার সহকারি অধ্যাপক ড. ইব্রাহীম আলী, মুহাদ্দিস মাওলানা আনিসুর রহমান চৌধুরী, আরবি প্রভাষক লুৎফুর রহমান চৌধুরী সাবির, ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা ইমরান আহমদ, ঝিংগাবাড়ী ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির।

Manual8 Ad Code

শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি তাওহীদুল ইসলাম, ঝিংগাবাড়ী সমিতির সাবেক সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী দুলাল, শাহজাহান সোলাইমান চৌধুরী মারুফ, ইয়াহইয়া আহমদ চৌধুরী, বিশিষ্ট মুরব্বি হাজী আলা উদ্দিন, মুজম্মিল আলী চৌধুরী ধলাই, মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual4 Ad Code