সর্বশেষ

» কানাইঘাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২৫ | মঙ্গলবার


Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ শ্লোগানকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন পরবর্তী এক আলোচনা সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিনের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল।
মানববন্ধন ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সূধীজন ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) শামসুন নাহার, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নিজাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মাহবুবুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, থানার এস.আই শৈলেশ দাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুহিবুর রহমান, সুহেল আহমদ।
দূর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের জন্য একটি মারাত্মক ব্যাধী। সমাজের প্রায় সকল ক্ষেত্রে কোন না কোন ভাবে দুর্নীতি হচ্ছে। ধর্মীয় চর্চা ও সামাজিক আন্দোলন এবং দেশপ্রেম জাগ্রতের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ ও সচেতনতার কারনে দুর্নীতি থেকে আমরা অনেকটা উত্তোরনের এগিয়ে যাচ্ছি এবং তরুণ ও ছাত্র সমাজকে এক্ষেত্রে আরো এগিয়ে আসতে হবে। তিনি কানাইঘাট উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে উল্লেখ করে, বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দূর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলার আহŸান জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual6 Ad Code