সর্বশেষ

» কানাইঘাটে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. মার্চ. ২০২৫ | শুক্রবার

কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ কানাইঘাট উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পৌর জামায়াতের আমীর মাও. আব্দুল করিমের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী মাওঃ ইকবাল হোসেন ও সহ সেক্রেটারী মাও. জুবায়ের আহমদ ইউসুফের যৌথ সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন খান, জামেয়া ইসলামিয়া পাঠানটুলার উপাধ্যক্ষ মাও. সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সমাজসেবী অধ্যাপক আব্দুর রহিম, জেলা জামায়াতের সদস্য এ.কে.এম ওলী উল্লাহ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ফয়সাল আহমদ, নায়েবে আমীর মাও. শরিফ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা পূর্ব শিবিরের সভাপতি মারুফ আহমদ, কানাইঘাট সদর শাখা শিবিরের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অর্থ সহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাও. মখতার আহমদ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে আল-কোরআনের আলোকে ব্যক্তি জীবন গঠনের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করে দেশ এবং জাতির কল্যাণে ভ‚মিকা রাখার আহŸান জানান। তিনি আরো বলেন, দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে জামায়াতকে আরো দায়িত্বশীল ভ‚মিকা পালন করে দেশের মানুষের জান-মাল, ইজ্জত-আবরুর রক্ষায় এগিয়ে আসতে হবে।
ইফতার মাহফিলে উপজেলা ও পৌর জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবি, ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইফতার পরবর্তী জামায়াতের উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গণহত্যা বন্ধের দাবী জানিয়ে কানাইঘাট বাজারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে সকাল সাড়ে ১১টায় উপজেলা ও পৌর জামায়াতের কর্মী শিক্ষা শিবির কর্মশালা অনুষ্ঠিত হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031