সর্বশেষ

দক্ষিণ সুরমায় মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা,আটক ২

প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০২৪ | শনিবার

নিজস্ব সংবাদদাতাঃ মাদরাসা ছাত্রকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগে সমকামীদের পক্ষের সর্ববৃহৎ নেটওয়ার্ক ‘ভয়েজ অব বাংলাদেশ’ (BOB) এর তিন সদস্যের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছেন একজন শিক্ষক। মাদরাসা শিক্ষকের অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত ২ যুবককে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনা পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খোঁজ নিয়ে জানা যায়,চাঞ্চল্যকর এ মামলার বাদী স্থানীয় ‘জামেয়া তাওয়াককুলিয়া রেঙ্গা’ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহিউল ইসলাম বুরহান। তিনি হেফাজতে ইসলামের প্রভাবশালী নেতা হিসেবেও পরিচিত। মামলার বিবাদী (আসামী) হচ্ছেন স্থানীয় কাজিরগাও গ্রামের আওয়ামীলীগ কর্মী আনোয়ার আলীর পুত্র গোলাম মোস্তফা সোহাগ,ব্যবসায়ী মাছুম মিয়া এবং ছাত্রলীগ কর্মী জাবের হোসেন৷ তারা ৩ জনই ‘ভয়েজ অব বাংলাদেশ'( BOB) এর সদস্য বলে জানা গেছে। এর মধ্যে ১নং আসামী গোলাম মোস্তফা সোহাগ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা’ মাদরাসার সাবেক ছাত্র।

গত ৫ সেপ্টেম্বর থানায় মামলার এজাহারে প্রিন্সিপাল মুহিউল ইসলাম বুরহান উল্লেখ করেন যে,২০২১ সালের ২৫ জুন ৭ম শ্রেণী পড়ুয়া তাঁর ভাতিজা আব্দুর রহমানকে বলাৎকারের ঘটনা ঘটেছিল। সেদিন মাদরাসার তৎকালীন ছাত্র গোলাম মোস্তফা সোহাগ ও তার সহযোগিরা জোরপূর্বকভাবে আব্দুর রহমানকে বলাৎকারের চেষ্টা করেছিল। এ ঘটনার পর সোহাগকে মাদরাসা থেকে বহিঃষ্কার করা হয়। সোহাগ সহ অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনী ব্যবস্থা গ্রহণেরও তিনি উদ্যোগ নিয়েছিলেন।

ভাতিজার পক্ষে মামলা করতে মাওলানা বুরহান থানায় গিয়েছিলেন৷ কিন্তু,অভিযুক্ত যুবকরা আওয়ামী পরিবারের সদস্য হওয়ায় পুলিশ তখন তার মামলা গ্রহণ করেনি।

৫ আগস্টের পরিবর্তন সেই ঘটনার সুষ্ট বিচারের পথকে সুগম করেছে বলে মনে করছেন মুহিউল ইসলাম বুরহান। তাই,তিনি তার ভাতিজাকে বলাৎকারের চেষ্টাকারীদের বিরুদ্ধে দন্ডবিধি আইনের ৩৭৫ ধারায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সুরমা থানার নব নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন’ মাদরাসার প্রিন্সিপাল বলাৎকারের অভিযোগ এনে ৩ যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। এ অভিযোগের সাথে ধর্মীয় আবেগ ও অনুভূতি জড়িত। তাই এটি স্পর্ষকাতর। এই মামলাটি পুলিশ খুবই গুরুত্ব সহকারে তদন্ত করছে। প্রাথমিকভাবে অভিযুক্ত ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্ত ১ নং আসামীকেও পুলিশ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031