সর্বশেষ

» সিলেট মহানগর জামায়াতের নব-নির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০২৪ | রবিবার

Manual4 Ad Code
চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ ১৭ বছর পর দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ৫ আগস্টের ছাত্র-জনতার রক্তস্নাত বিজয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনের সম্ভাবনাময় পথ খুলে দিয়েছে। আওয়ামী লীগের পতন হলেও রাষ্ট্র ও সরকারের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা বসে রয়েছে। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরনে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ৫ আগস্টের বিজয় ছিল আওয়ামী রাজনৈতিক দুর্বৃত্তায়ন, খুন-গুম, দুর্নীতি-লুটপাট, দখল-বাণিজ্যের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতার বিজয়। এই রক্তস্নাত বিজয়কে অর্থবহ করতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। অন্তর্বর্তীকালিন সরকার সেই সংস্কারে কাজ করছেন। তাদের কাজে ধীরগতি থাকলেও কিছুটা সময় দিতে হবে। কারণ রাজনীতির নামে দেশে দুর্নীতি-লুটপাট, চাঁদাবাজী, দখল-বাণিজ্য জনগণ মেনে নিবেনা। মানুষ রাজনীতির গুণগত পরিবর্তন চায়। জামায়াত সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করছে। কারণ জামায়াত মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়।
তিনি শনিবার সিলেট মহানগর জামায়াতের নব-নির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, ড. নুরুল ইসলাম বাবুল ও জাহেদুর রহমান চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ আব্দুস শাকুর ও প্রবাসী জামায়াত নেতা আজাদ সোবহান প্রমূখ।
           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual7 Ad Code