সর্বশেষ

» কানাইঘাটের ইঞ্জিনিয়ার সাকির হোসেনের বৃটেনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: বৃটেনের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলেন কানাইঘাটের ইঞ্জিনিয়ার সাকির হোসেন।

কানাইঘাট উপজেলার ৪নং সাতবাক ইউনিয়নের জুলাই ভবানীগঞ্জ গ্রামের (সাবেক সশস্ত্র বাহিনী চাকুরীরত) মৃত আব্দুর রব সাহেবের ২য় পুত্র ইঞ্জিনিয়ার সাকির হোসেন সম্প্রতি বৃটেনের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অফ দি ওয়েস্ট অফ স্কটল্যান্ড (লন্ডন ক্যাম্পাস) থেকে ‘এম এস সি ইন ইনফরমেশন টেকনোলজি (আইটি) ডিপার্টমেন্টে এ সফলতার সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার সাকির হোসেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএস সি ইঞ্জিনিয়ারিং কৃতিত্তের সংগে পাশ করার পাশাপাশি, সানটেক এনার্জি লিমিটেড এ কোয়ালিটি অফিসার এবং ইসলামী ব্যাংক সড়কের বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আইটি ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন।
পরবর্তীতে তিনি নিজস্ব দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক রতনগঞ্জ বাজার এবং হেতিমগঞ্জ বাজার এজেন্ট ব্যাংকিং এর সত্তাধীকারী ও ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন।

বাংলাদেশে তার প্রতিষ্ঠিত মানবিক ও সামাজিক ফাউন্ডেশন মানবতার প্রেরণা সুনামের সাথে পরিচালক হিসাবে কাজ করে যাচ্চেন।

ইঞ্জিনিয়ার সাকির হোসেন জানান, আমি যখন যুক্তরাজ‍্যে এসে মাস্টার্স করি তখন আমি বহু কষ্টের মধ্যে ফুলটাইম পড়াশোনা করে সফল হওয়াটা আমার পারিপার্শ্বিক অবস্থায় খুবই কঠিন এবং অসম্ভব ছিলো, কিন্তু আমার সবকিছু সম্ভব হয়েছে এবং আমি পেরেছি আমার মা, ভাই , ওয়াইফ ও আমার মামাদের সহযোগিতা ও তাদের সমর্থনের কারণে। তিনি জানান, আমার ভাই বোন ও আত্মীয় স্বজনদের সবার কাছে আমি কৃতজ্ঞ কারণ তাদের সহযোগিতা না পেলে এই পথটা আমার জন্য অনেক কঠিন হতো এবং কখনও সম্ভব ছিলনা। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি।
তবে যুক্তরাজ‍্যে যারা নতুন আসছেন বা আসবেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা যেনো এসে তাড়াহুড়ো করে রাতারাতি কিছু করার কথা না ভেবে ধৈর্য সহকারে পড়ালেখাটা শেষ করুন। সফলতা আপনার আসবেই ইনশাআল্লাহ । তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031