» কানাইঘাটে আলোচিত আমির হত্যা মামলার আসামী নোমান আল মাদানীর জামিন

প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০১৯ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাটে আলোচিত আমির উদ্দিন হত্যা মামলার এজহারভুক্ত আসামী নোমান আল মাদানী দীর্ঘ ৭ মাস সাজা ভোগ করার পর গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) জামিনে মুক্তি পেয়েছেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার বিবাদী পক্ষের উকিল এ্যাডভোকেট খায়রুল আলম বকুল।
মামলা সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নে এলাকায় আধিপত্য ও এজমালী সম্পত্তির দখল এবং জলমহালের টাকার হিসাব নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গোয়ালজুর গ্রামের আব্দুল লতিফ ও ফখরচটি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল লোকজন ২০১৯ সালের ১৩ মার্চ বুধবার এলাকার বাখাইরপাড় গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আব্দুল জলিল ও তার লোকজনের হামলায় আমির উদ্দিন (৫০) ঘটনাস্থলে মারা যান। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

এরপর নিহতের ভাতিজা ফখরুল ইসলাম বাদী হয়ে ২৭ জন এজহার নামীয় ও ২৫/৩০ জন অজ্ঞাতনামা আসামী করে কানাইঘাট থানায় একটি মামলা করেন (মামলা নং-১৪/৩/২০১৯)। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মামলার ২ নম্বর আসামী নিজ দলইকান্দি আকুনি গ্রামের আবু বকরের ছেলে নোমান আল মাদানীকে গত ৭ মে ২০১৯ গ্রেফতার করে। প্রায় ৭ মাস ৭ দিন সাজাভোগের পর জামিন পেলেন আলোচিত এ হত্যা মামলার আসামী।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031