সর্বশেষ

» ছোটগল্প: রক্তে লেখা পিপাসা || সুলেমান চৌধুরী

প্রকাশিত: ০৫. জুলাই. ২০২৫ | শনিবার

Manual2 Ad Code

সুলেমান চৌধুরী:  কারবালার মরুর বালু গরম হয়ে উঠেছে আগুনের মতো। সূর্য মাথার ঠিক ওপরে। বালুর উপর পা রাখলেই যেন পুড়ে যায়। কারবালার সেই প্রান্তর, যেখানে সূর্য আলো নয়—জ্বলন্ত শাস্তি হয়ে নেমে এসেছে। আকাশও নীরব। বাতাস থেমে গেছে। যেন সমস্ত সৃষ্টিই চুপচাপ দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে।

ইমাম হুসাইন (রা.) দাঁড়িয়ে আছেন তাঁর ছিন্নভিন্ন তাঁবুর পাশে। চারদিকে নীরবতা, কিন্তু হৃদয়ের গভীরে চলছে এক রক্তক্ষরা যুদ্ধ—সত্যের সাথে অন্যায়ের, ভালোবাসার সাথে ঘৃণার।

তাঁর কোলে ছোট্ট শিশু আলী আসগর। মাত্র ছয় মাস। মুখ শুকনো, ঠোঁট ফাটা, চোখে জল নেই—শুধু শূন্য দৃষ্টিতে
নিঃশব্দে ফ্যাকাশে পিতার দিকে তাকিয়ে আছে। কোনো কান্না নেই, শুধু এক জিজ্ঞাসা—আমার কী দোষ?

হুসাইন (রা.) ধীরে ধীরে তাঁবু ছেড়ে এগিয়ে গেলেন শত্রু সেনাদের দিকে। শিশুটিকে তুলে ধরলেন আকাশের দিকে।

Manual6 Ad Code

—এই শিশু তো তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেনি। সে তো শুধু একটু পানি চায়। তোমরা কি ওর মুখের দিকে তাকাতে পারো?”

কিন্তু জবাব এলো না ভাষায়,এলো তীরের মুখে। এক নিষ্ঠুর তীর ছুটে এসে শিশুটির কচি গলা চিরে দিলো। ছোট্ট দেহটি নিস্তেজ হয়ে গেল পিতার বুকে।

হুসাইন (রা.) দাঁড়িয়ে রইলেন—চোখে জল, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। ধীরে ধীরে ফিরে গেলেন তাঁবুতে। শিশুটির রক্তে নিজের জামা ভিজিয়ে রাখলেন। যেন ইতিহাস একদিন ভুলে না যায়, কে কাকে খুন করেছিল।

Manual4 Ad Code

এরপর তিনি প্রস্তুত হলেন। সত্যের পথে একাকী যাত্রা করতে হবে তাঁকে। বন্ধু নেই, সেনা নেই। কিন্তু তাঁর কাছে ছিলো যা সবচেয়ে বড়—আদর্শ।

Manual5 Ad Code

তিনি জানতেন,এই যুদ্ধ জেতা যাবে না অস্ত্র দিয়ে। তাঁর বিরুদ্ধে যারা, তারা সংখ্যায় বহু, কিন্তু চিন্তায় শূন্য। মৃত্যু অনিবার্য, তবু পিছু হটলেন না।

Manual3 Ad Code

কারণ তিনি জানতেন – এই যুদ্ধ জেতা যাবে আত্মত্যাগ দিয়ে, ন্যায়ের অটল বিশ্বাস দিয়ে। তিনি তলোয়ার হাতে তুলে নিলেন। কারো বিরুদ্ধে নয়, বরং মিথ্যার রাজত্বের বিরুদ্ধে।

শেষ বিকেলে, রক্তে ভিজে গেলো বালুরাশি। তিনিও শহীদ হলেন। তাঁর রক্তে ভিজে গেল কারবালার বালুকণা। তবে তিনি রেখে গেলেন এক প্রশ্ন—কে ছিলো বিজয়ী?

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual5 Ad Code