সর্বশেষ

ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী

প্রকাশিত: ০৫. জুন. ২০২৫ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জের সর্বস্তরের জনগণসহ দেশে বিদেশের সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে বছর ঘুরে আবারও চলে এসেছে পবিত্র ঈদ উল আজহা।

মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদ উল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।

তিনি আরও বলেন, এবারের ঈদ উল আজহা হবে একেবারেই ব্যতিক্রমধর্মী—কারণ এই ঈদটি এসেছে এক নতুন প্রেক্ষাপটে, এক মুক্তির আবহে। দীর্ঘদিনের ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে জনগণ এবার বন্দিত্বের শৃঙ্খল ভেঙে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। এই ঈদ তাই শুধু আনন্দের উৎসব নয়, এটি হোক দেশ গড়ার নতুন শপথের মুহূর্ত।

তিনি বলেন, এবারের ঈদে আমাদের অঙ্গীকার হোক—সবার আগে বাংলাদেশ। “দেশ গড়ার স্বপ্নে প্রস্তাবিত ৩১ দফা”কে সামনে রেখে, আমরা এগিয়ে যাব একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনগণের রাষ্ট্র গঠনের লক্ষ্যে। এই লক্ষ্য বাস্তবায়নের প্রথম ধাপ হবে ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন। এর মাধ্যমে আমরা ফিরব একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায়—এটাই আমাদের প্রত্যাশা, এটাই জাতির প্রগতির পথ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031