সর্বশেষ

» কানাইঘাটের নবাগত ইউএনও হিসেবে মেহেদী হাসান শাকিলের যোগদান

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০২৫ | বুধবার

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন মোঃ মেহেদী হাসান শাকিল। মঙ্গলবার (২ আগস্ট) বিদায়ী নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও মেহেদী হাসান শাকিল। ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে এ কর্মকর্তা এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় ঢাকায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর দেশের বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার পূর্ব আদালত পাড়া গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।
সম্প্রতি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে মাঠপর্যায়ে ইউএনও পদমর্যাদার কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলী ও পদায়ন করা হয়। বদলীর সরকারি আদেশে মেহেদী হাসান শাকিল কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন হয়ে যোগদান করেন। বিদায়ী নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারকে সিলেট পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট হিসেবে বদলী করা হয়েছে।
দায়িত্ব পালনকালে রাজনৈতিক মহল, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করেছেন নবাগত ইউএনও মোঃ মেহেদী হাসান শাকিল। তিনি বলেন, কানাইঘাটের সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন সহ সরকারের নির্দেশনাগুলো নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে চান তিনি।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual3 Ad Code