সর্বশেষ

কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: ২৬. মার্চ. ২০২৫ | বুধবার

কানাইঘাট প্রতিনিধি: ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাব নেতবৃন্দের মধ্যে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তপক অর্পন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণকালে ক্লাব নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদের গৌরব উজ্জ্বল ভ‚মিকা রয়েছে। তৎকালীন পাকিস্থান শাসকগোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতাকে ধমিয়ে রাখার জন্য সংবাদপত্রের উপর অঘোষিত ভাবে সেন্সরশীপ আরোপ করেছিল। কিন্তু সাংবাদিকরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্যাতন-নিপীড়ন, গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক পরিমন্ডলে জনমত তৈরি করেছিলেন বিধায় ৯মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছিলাম। মহান মুক্তিযোদ্ধকে ধারন করে দেশের উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিতে এবং মানুষের অধিকার আদায়ে সাংবাদিকদের দেশপ্রেমে উদ্বোদ্ধ হয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য আহŸান জানান। এছাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি আব্দুন নুর, শাহীন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য আলা উদ্দিন প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031