সর্বশেষ

» লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন : গুমকৃতদের ফিরিয়ে দেয়ার দাবী

প্রকাশিত: ২২. মার্চ. ২০২৩ | বুধবার

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের বিপর্যস্ত গনতন্ত্র, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং গুমকৃত সকল নাগরিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া ও সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে পূর্ব লন্ডনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার দুপুরে যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে বড় মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক থেকে একটি প্রতিবাদ র‌্যালী বের করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে বৃটিশ কমনওয়েলথ হেডকোয়ার্টার অফিসের সামনে গিয়ে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নাগরিকবৃন্দ অংশ নেন।

‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে, সহকারী সেক্রেটারী আরিফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনের শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন আসয়াদ আহমেদ। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আশিকুর রহমান আশিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক অলি উল্লাহ নোমান, সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মুনিম, সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সহ-সভাপতি মো: আসয়াদুল হক, আলী হোসাইনও মো: তরিকুল ইসলাম ।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে আশিকুর রহমান আশিক বলেন, বাংলাদেশ মানুষ আজ পরিবর্তন চায়। তাই শেখ হাসিনা সরকারের অধিনে কোন নির্বাচন মেনে নেওয়া হবেনা। তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ওলী উল্লাহ নোমান বলেন, এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে। মানুষ আজ কথা বলতে পারছেনা। গুম খুন করে মানবাধিকার আজ লুন্ঠিত।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মুনিম বলেন, আমরা চাই শান্তির বাংলাদেশ এই সরকার গনতন্ত্র হত্যা করে দেশকে মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।

Manual3 Ad Code

সভাপতির বক্তব্যে মুসলিম খান বলেন, এম. লিয়াস আলী, ব্রিগেডিয়ার আজমী, ব্যারিস্টার আরমান সহ সকল গুমকৃত নাগরকিদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। অবিলম্বে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান সহ সকল রাজবন্দীদের মুক্তি ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য বিশে^র সকল দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশীসহ আন্তর্জাতিক বিশ^কে স্বোচ্ছার হতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র নির্বাহী সদস্য মির্জা এনামুল হক, মো: ইকবাল হুসেন, মো: আলম আহমদ, মো: ফান্টু, আবু তালহা, ফখরুল মিয়া, মো: আমিনুল ইসলাম সফর, সাইদুজ্জামান তারেক, রফিক আহমদ, মো: কামরুল হাসান রাকিব, সাবের আহমদ, হুমায়ুন আহমদ, মানবাধিকার কর্মী এম এ শামিম, মো: শাহাব উদ্দিন, ছায়েদ মিয়া, ইসলাম উদ্দীন, তোফায়েল আহমদ, সৈয়দ নাজমুল ইসলাম ফাহিম, মো: শরিফ আহমদ মুরশেদ, মো: জাহিদুর রহমান, মো: শরিফ, মো: অলিউর রহমান, ই আর আই সেক্রেটারি নওশীন মোস্তারী মিয়া সাহেব ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ এমদাদুল হক।

Manual6 Ad Code

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র নির্বাহী সদস্য ও মানবাধিকার কর্মী মো: সৈয়দুল ইসলাম, মো: মাহফুজুর রহমান, নজরুল ইসলাম, কাওছার আহমদ চৌধুরী, মো: আমিনুর রহমান, মো: ফরহাদ আলী, মো: ফাহাদুজ্জামান, মোছা: নিপা বেগম, সুমেনা বেগম, আলী উজ্জ্বল, এম আশরাফ উদ্দীন, শাহিন আহমদ, মো: বদরুজ্জামান, মো: মিফতা উদ্দীন, কাজী মোজাম্মেল হুসাইন, আব্দুন নুর, মো: ফজল আহমদ, আমিনুল ইসলাম মুকুল, মো: আরসাদ আলী, আজিজ আহমদ চৌধুরী, মো: মিফতাহুর রহমান, লিয়াকত আলী, আনোয়ারুল ইসলাম, শাহিন আহমদ, সৈয়দ ইকবাল আহমদ, ইশতিয়াক হোসেন, মো: সফিউল আলম, মো: এহছানুল হক, মো: শামীম আহমদ, সুহেল আহমদ ও মো: তারেক আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual2 Ad Code