সর্বশেষ

» চার দিনে ১১৪৯ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে

প্রকাশিত: ৩০. মে. ২০২২ | সোমবার

চেম্বার ডেস্ক:: চার দিনে ১১৪৯টি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সিলগালা করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক বেলাল হোসেন জানিয়েছেন।

আজ সোমবার রাতে তিনি বলেন, ২৭ থেকে ৩০ মে বিকাল পর্যন্ত এসব বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সিলগালা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক।

চারদিনে ঢাকা সিটি করপোরেশনে ১৩টিসহ ঢাকা বিভাগে ২৮৬টি, চট্টগ্রামে ১৯০টি, রাজশাহীতে ১৩৫টি, রংপুরে ১৪টি, ময়মনসিংহে ১২১টি, বরিশালে ৬৫টি, সিলেটে ৩৫টি ও খুলনায় ৩০৩টি অবৈধ স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ করা হয়েছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের অনেককে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

গত ২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপরই অভিযান শুরু হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Please continue to proceed