সর্বশেষ

নাইজেরিয়ায় অনন্ত ৫০ জনকে গলা কেটে হত্যা করলো জঙ্গিরা

প্রকাশিত: ২৫. মে. ২০২২ | বুধবার

Manual3 Ad Code

চেম্বার ডেস্ক:: নাইজেরিয়ার বোর্নো রাজ্যে জঙ্গিরা গলা কেটে অন্তত ৫০ জনকে হত্যা করেছে।  রাজ্যটির রান শহরের কাছে এ হামলার ঘটনা ঘটে। এখনো কোনো গোষ্ঠী এর দায় স্বীকার না করলেও বোকো হারামকেই দায়ী করছেন স্থানীয়রা।

Manual7 Ad Code

রয়টার্সের এক প্রতিনিধির সঙ্গে কথা হয় ঘটনাস্থলে থাকা এক নাইজেরীয় কৃষকের।

Manual2 Ad Code

আগির মুহাম্মদ নামে ওই কৃষক বলেন, রোববার (২২ মে) আমরা যখন কৃষি কাজ করছিলাম তখন বোকো হারামের লোকেরা আমাদের এখানে আসে। তাদের হাতে বন্দুক ও চাপাতি ছিল। সেখানে থাকা সবাইকেই তারা জিম্মি করে। এরপর তাদের প্রত্যেককে গলা কেটে হত্যা করা হয়।

Manual8 Ad Code

হারুন টোম নামের আরেক কৃষক জানান, যাদের হত্যা করা হয়েছে তারা সবাই ক্ষেতে কাজ করছিল। আমরা ৫০ জনকে কবর দিয়েছি। হামলার বিষয়ে জিজ্ঞাসা করলে নাইজেরিয়ার সেনাবাহিনী রয়টার্সকে কোনো জবায় দেয়নি।

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী রাজ্যটিতে অনেক বছর ধরেই জঙ্গি গোষ্ঠী বোকো হারাম তাণ্ডব চালিয়ে আসছে। দেশটিতে বোকো হারামের হামলায় এখন পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

জঙ্গি সংগঠন বোকো হারাম থেকে অনুপ্রাণিত ‘ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স’ নামে বিভিন্ন জায়গায় হামলার দায় স্বীকার করতে থাকে। তবে এ হামলাটি বোকো হারামই করেছে বলে দাবি স্থানীয়দের।

Manual7 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual4 Ad Code