সর্বশেষ

» পঞ্চম ধাপের ইউপি নির্বাচন: যেসব ইউপিতে নৌকার প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০২১ | শুক্রবার


Manual8 Ad Code

চেম্বার ডেস্ক:: পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রংপুর বিভাগের একাংশ এবং খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় এই প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

Manual5 Ad Code

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সভায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনা ও বরিশাল বিভাগ এবং রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

Manual8 Ad Code

রংপুর বিভাগের একাংশ এবং খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন ইউপিতে নৌকার টিকিট পেলেন যারা-

Manual3 Ad Code

রংপুর বিভাগ : দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মন্মথপুরে ওয়াদুদ আলী, চণ্ডিপুরে মজিবর রহমান সরকার, মোমিনপুরে আব্দুর রাজ্জাক সরকার, মোস্তফাপুরে ভবতোষ রায়, হাবড়ায় আনিসুজ্জামান সরকার, হামিদপুরে রেজওয়ানুল হক, বেলাই চণ্ডিতে নুর মোহাম্মদ রাজা, হরিরামপুরে মোজাহিদুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

খুলনা বিভাগ : কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার হাটশ-হরিপুরে সম্পা মাহামুদ, বটতৈলে মোমিন মন্ডল, আলামপুরে আব্দুল হান্নান, আইলচারায় মোতালেব হোসেন, উজানগ্রামে সাবুবিন ইসলাম, হরিনারায়ণপুরে মহিউদ্দিন, পাটিকাবাড়ীতে মোহাম্মদ সাইদুর রহমান, ঝাউদিয়ায় জহুরুল ইসলাম, আব্দালপুরে আরব আলী, মনোহরদিয়ায় শহিদুল ইসলাম, গোস্বামীদুর্গাপুরে লাল্টু রহমান।

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনীতে সেকেন্দার আলী মোল্যা, মির্জাপুরে ফিরোজ আহমেদ, দিগনগরে জিল্লুর রহমান, কাঁচেরকোলে সালাহউদ্দীন জোয়র্দ্দার, সারুটিয়ায় মাহামুদুল হাসান, হাকিমপুরে কামরুজ্জামান, ধলহরান্দ্রে মতিয়ার রহমান, বগুড়ায় শফিকুল ইসলাম, আবাইপুরে মুখতার আহমেদ মৃধা, উমেদপুরে সাব্দার হোসেন মোল্লা, দুধসরে সাহাবুদ্দিন, ফুলহরিতে জামিনুর রহমান। হরিণাকুণ্ডু উপজেলার ভায়নায় নাজমুল হুদা, জোড়াদহে জাহিদুল ইসলাম, তাহেরহুদায় আতিয়ার রহমান, দৌলতপুরে শেরেগুল ইসলাম, কাপাশহাটিয়ায় মশিউর রহমান জেয়ার্দ্দার, ফলসীতে নিমাই চাঁদ মণ্ডল, রঘুনাথপুরে আব্দুল কাদের, চাঁদপুরে আজিজুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

যশোর জেলার কেশবপুর উপজেলার ত্রিমোহিনীতে শেখ অহিদুজ্জামান, সাগরদাঁড়িতে অলিয়ার রহমান, মজিদপুরে মনোজ কুমার তরফদার, বিদ্যানন্দকাটিতে সামছুর রহমান, মঙ্গলকোটে আব্দুল কাদের বিশ্বাস, কেশবপুরে গৌতম রায়, পাঁজিয়ায় জসীম উদ্দীন, সুফলাকাটিতে গোলাম কিবরিয়া মনি, গৌরীঘোনায় হাবিবুর রহমান, সাতবাড়ীয়ায় শামছুন্নাহার বেগম, হাসানপুরে তৌহিদুজ্জামান। যশোর সদর উপজেলার হৈবতপুরে আবু সিদ্দিক, লেবুতলায় আলীমুজ্জামান, ইছালীতে ফেরদৌসী ইয়াসমিন, নওয়াপাড়ায় রাজিয়া সুলতানা, উপশহরে এহসানুর রহমান, চুড়ামনকাটিতে দাউদ হোসেন, দেয়াড়ায় লিয়াকত আলী, রামনগরে নাজনীন নাহার, কচুয়ায় লুৎফর রহমান ধাপক, নরেন্দ্রপুরে মোদাচ্ছের আলী, বসুন্দিয়ায় রিয়াজুল ইসলাম খান, চাঁচড়ায় সেলিম রেজা, আরবপুর মীরে আরশাদ আলী, কাশিমপুরে শরিফুল ইসলাম, ফতেপুরে শেখ সোহরাব হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

Manual7 Ad Code

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালীতে শম্ভু চরন মণ্ডল, বুধহাটায় মাহবুবুল হক, কুল্যায় আব্দুল বাছেত, দরগাহপুরে শেখ মিরাজ আলী, বড়দলে আব্দুল আলীম মোল্যা, আশাশুনিতে হোসেনুজ্জামান, শ্রীউলায় আবু হেনা ম. সাকিলুর রহমান, খাজরায় শাহ নেওয়াজ, আনুলিয়ায় শাহাবুদ্দীন সানা, প্রতাপনগরে শেখ জাকির হোসেন, কাদাকাটিতে দীপংকর কুমার সরকার। কলারোয়া উপজেলার কেরালকাতায় মোরশেদ আলী, কুশোডাংগায় আসলামুল আলম। শ্যামনগর উপজেলার ভুরুলিয়া জাফরুল আলম, শ্যামনগরে জহুরুল হায়দার, ঈশ্বরীপুরে শোকর আলী আওয়ামী লীগের।

বরিশাল বিভাগ : ভোলা জেলার ভোলা সদর উপজেলার ইলিশায় মোহাম্মদ সোহরাওয়ার্দী, পশ্চিম ইলিশায় মোহাম্মদ জহিরুল ইসলাম, ধনিয়ায় এমদাদ হোসেন কবির, শিবপুরে জসিম উদ্দিন, আলীনগরে বশির আহাম্মদ, চরসামাইয়ায় মহিউদ্দীন মাতাব্বর, ভেলুমিয়ায় আবদুছ সালাম, ভেদুরিয়ায় আবদুল হাই, উত্তর দিঘলদীতে লিয়াকত হোসেন, দক্ষিণ দিঘলদীতে ইফতারুল হাসান, রাজাপুরে মিজানুর রহমান, বাপ্তায় ইয়ানুর রহমান মনোনয়ন পেয়েছেন। পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ইকরি ইউপিতে হুমায়ূন কবির। মঠবাড়িয়া উপজেলার ধানীসাফায় হারুন অর রশিদ, দাউদখালীতে ফজলুল হক খান, টিকিকাটায় রফিকুল ইসলাম রিপন, বড়মাছুয়ায় আয়েশা আক্তার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual2 Ad Code