সর্বশেষ

» সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে: ডা. শিপলু

প্রকাশিত: ১৯. মে. ২০২২ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, আকস্মিক বন্যায় সিলেটের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা সিলেটের মানুষ খুবই কষ্টের মধ্য দিয়ে এই কঠিন সময় পার করছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আমার আব্বা আজীবন এই নগরীর মানুষের সুখে দুঃখে, আনন্দ বেদনায় পাশে ছিলেন। নগরবাসীর এই দুঃসময়ে আমরা পরিবারের পক্ষ থেকে পাশে থাকার চেষ্টা করছি এবং সরকারের পাশাপাশি নিজ অবস্থান থেকে ব্যক্তি উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

(১৯ মে) বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মরহুম বদর আহমদ কামরান এর পরিবারে উদ্যোগে নগরীর বৃহত্তর টুকেরবাজার ও মেন্দিবাগ বিভিন্ন এলাকায় বন্যায় পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা জমশেদ আলী, আলী হোসেন ছাত্র নেতা শহীদ অপু, রাজু আহমদ, আনু বকর, সুহেল আহমদ সুয়েব আহমদ, জুয়েল আহমদ, কাওছার আহমদ, এস আর ইজদানি ও টুকেরবাজার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031