সর্বশেষ

» বাংলা ভাষায় কথা বলে আমরা কেন এগিয়ে যাব না : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ২৭. ফেব্রুয়ারি. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলা ভাষায় কথা বলে আমরা কেন এগিয়ে যাব না। ইংরেজি ভাষায় কথা না বলেও চীন-রাশিয়া পৃথিবীর সবকিছু জয় করছে।

 

আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর পরিসংখ্যান ভবনের মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

 

পরিকল্পনামন্ত্রী বলেন, ভাষার ব্যবহার বাংলায় হতে হবে। কেন ইংরেজি ভাষার প্রাধান্য হতে হবে? জাপান-রাশিয়া-চীন কয়টা ইংরেজি বলে। ইংরেজি ভাষায় কথা না বলেও পাহাড় সমুদ্রসহ পৃথিবীর সবকিছু জয় করছে রাশিয়া-চীন। কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। ইংরেজি ভাষার ৭০ ভাগ শব্দ ল্যাটিন। ইংরেজি ভাষা পরের ওপর নির্ভরশীল।

 

তিনি বলেন, আমরা চাপ অব্যাহত রাখব বাংলা প্রচলনে। নিজেকে বাঙালি বলতে লজ্জা কী?

তথ্য দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, তথ্য নিয়মিত দিতে হবে। নিয়মিত ডাটা দিতে হবে। সকালের ডাটা বিকেলে দিলে হবে না।

পরিকল্পনামন্ত্রী বলেন, দিন দিন বিবিএসের গুরুত্ব বাড়ছে। পরবর্তী সময় ডাটাই হবে বড় দানব। দানব সম্পদও দিতে পারে হত্যাও করতে পারে।

 

জনশুমারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনশুমারি সঠিক সময়ে করতে পারিনি। সেন্সাস নিয়ে সমস্যায় পড়েছি। উদ্দেশ্য আমাদের সৎ। প্রধানমন্ত্রীকে আমি অবহিত করেছি। তবে আশা করি মার্চ ও এপ্রিল মাসে জনশুমারি নিয়ে আশার আলো দেখব।

 

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, পরিকল্পনা গ্রহণে তথ্যের সঠিকতা দরকার। বিদেশে দেশকে ব্র্যান্ডিং করতে তথ্যের গুরুত্ব অনেক। আমাদের সবসময় সঠিক তথ্য দিতে হবে। এটা না দিলে দেশের সঠিক পরিকল্পনা নেওয়া সম্ভব না।

 

তিনি বলেন, বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে আন্তর্জাতিক মানের তথ্য দিতে হবে। উন্নয়নে দেশ তুলে ধরার সূচক জাতিসংঘ তুলে ধরে। জাতিসংঘের সূচকে আমরা গ্রাজুয়েশন করেছি। সুতরাং সময়মতো সঠিক তথ্য দিতে হবে।

 

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031