সর্বশেষ

» কাতার এয়ারওয়েজের বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: ঢাকা থেকে কাতারের রাজধানী দোহা রুটে ফ্লাইট পরিচালনাকারী কাতার এয়ারওয়েজ তাদের যাত্রীদের জন্য নতুন ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে। যাত্রীদের প্লেনে চড়ার সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে করোনার আরটি পিসিআর টেস্ট করার নতুন নির্দেশনা দিয়েছে তারা।

১৬ ডিসেম্বর থেকে যাত্রীদের এমন নির্দেশনা দিয়েছে কাতার এয়ারওয়েজ। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন দেশের পৃথক ভ্রমণ বিধিনিষেধ থাকলেও প্রথম এয়ারলাইন্স হিসেবে কাতার এয়ারওয়েজ যাত্রীদের চলাচলে এই শর্ত আরোপ করলো।

এই আদেশ কেবলমাত্র বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকার, ভিয়েতনাম ও ফিলিপাইন থেকে কাতার যাওয়া যাত্রীদের জন্য প্রযোজ্য। এই বিধিনিষেধ না মানলে যাত্রীদের কাতার এয়ারওয়েজের বোর্ডিং পাস দেওয়া হবে না।

কাতার এয়ারওয়েজ জানায়, করোনার পূর্ণাঙ্গ ডোজ ভ্যাক্সিন দেওয়া একজন যাত্রীকে কাতারে প্রবেশের পর একদিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাশাপাশি তাকে পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেটও নিতে হবে। তবে যাদের করোনার ভ্যাক্সিন দেওয়া নেই তাদের কাতার পৌঁছে নির্ধারিত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজে দোহা ছাড়াও ইউরোপ-আমেরিকা ও কানাডার বিভিন্ন রুটে যাতায়াত করেন বাংলাদেশিরা।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031