সর্বশেষ

জৈন্তাপুরে করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন ইউপি সদস্য ফজলুল হোসেন

প্রকাশিত: ২৫. জুলাই. ২০২১ | রবিবার

জৈন্তাপুর প্রতিনিধি:  জৈন্তাপুরে করোনার উপসর্গ নিয়ে ইউ/পি সদস্য আলহাজ্জ্ব ফয়জুল হোসেন(ফজলু মেম্বার) মারা গেছেন। আজ রবিবার বেলা ২ ঘটিকায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই -বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, ফজলু মেম্বারের শ্বাসকষ্ট বেড়ে গেলে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটলে গতকাল শনিবার রাত ১০টায় তাঁকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসা হয়। শ্বাসকষ্ঠের রোগী হিসেবে অক্সিজেনের তীব্র প্রয়োজন হলে তিনি কোন অক্সিজেন পাননি বলে স্বজনদের অভিযোগ পাওয়া গেছে।

এদিকে তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি জৈন্তাপুর উপজেলার ০১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের ০৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন। উপজেলার দিগারাইল গ্রামের কীর্তিমান পুরুষ সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বিএনপি নেতা আলহাজ্ব ফয়জুল হোসেন (ফজলু মেম্বার) এলাকার মানুষের সুখ-দুঃখে আজীবন কাজ করে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ রোববার রাত সাড়ে নয়টায় দিগারাইল শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031