সর্বশেষ

» গাছবাড়ি উইমেন্স কলেজের কৃতি ছাত্রী সংবর্ধনা অনুষ্টান সম্পন্ন

প্রকাশিত: ২২. আগস্ট. ২০২০ | শনিবার


Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:: সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লে.কর্ণেল ( অব.) অাতাউর রহমান পীর বলেছেন, শুধুমাত্র জিপিএ-৫ নয়, শিক্ষা হোক মূল্যবোধ বিকাশের। শিক্ষার বিষয়টা শুধু পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কিংবা সার্টিফিকেট অর্জন করা নয়। শেখার মধ্য দিয়ে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করা, যেকোনো সমস্যাকে মোকাবিলা করা ও গভীরভাবে বিচার-বিশ্লেষণের ক্ষমতা অর্জন, মানবিকতা, মূল্যবোধ, দেশপ্রেম—সবকিছুই শিক্ষার অন্তর্ভুক্ত।

Manual3 Ad Code

 

তিনি অাজ শনিবার (২২ অাগস্ট) সকালে কানাইঘাট উপজেলার গাছবাড়ি উইমেন্স কলেজ কর্তৃক অায়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। গাছবাড়ী মডার্ণ একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষক অামিনুল ইসলাম ও মাওলানা গিয়াস উদ্দিনের যৌথ সঞ্চালনায় অাতাউর রহমান পীর অারও বলেন,শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন করা- এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সর্বদা। শিক্ষা শুধু ফলাফলকেন্দ্রিক এমন ধারণা যদি চলে আসে সবার ভেতর তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। শিক্ষাটা যদি জ্ঞানার্জন, মূল্যবোধ অর্জন, একজন মানুষের মতো মানুষ হতে না শিখিয়ে যদি শুধু ফলাফলের পিছে ধাবিত হওয়া শেখায়, সমাজকে ফলাফলকেন্দ্রিক করে এর ভেতরেই সীমাবদ্ধ করে রাখে তাহলে সেই শিক্ষা হবে মূল্যহীন, মানহীন। শিক্ষার মূল অর্থটাই হারিয়ে যাবে। আর মানুষ হয়ে যাবে সারশূন্য।

Manual4 Ad Code

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজের অধ্যক্ষ অাহমদ সালেহ বিন মালিক, তালবাড়ী জামেয়া ইউসুফিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরীফ অাহমদ, গাছবাড়ী মডার্ণ একাডেমীর প্রধান শিক্ষক মাহবুবুল হক,বশির অাহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল অামিন, গাছবাড়ী ইউনাইটেড কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক অাব্দুল মতিন, গাছবাড়ি মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা অাব্দুল মান্নান, অালহেরা দাখিল মাদরাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, গাছবাড়ী পাবলিক স্কুলের প্রধান শিক্ষক লোকমান উদ্দিন, কানাইঘাট সাহিত্য সংসদের সভাপতি কবি সারওয়ার ফারুকী, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার শিক্ষক মাওলানা ফিরোজ বখত, গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সাবেক সভাপতি বজলুর রহমান।

Manual7 Ad Code

বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, গাছবাড়ি উইমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক শাবলু অাহমদ, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন যুব ফোরামের সদস্য সচিব মহি উদ্দিন জাবের।কবিতা অাবৃত্তি করেন অাব্দুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হোসাইন রাহীন। উপস্থিত ছিলেন প্রভাষক জাকিয়া অাক্তার রীমা,মাওলানা রুহে অালম প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্টানে কৃতি ছাত্রীদের ক্রেস্ট, কলম,ডায়রি তুলে দেন অতিথিবৃন্দ।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual2 Ad Code