» বর্ষীয়ান রাজনীতিবিদ কানাইঘাটের জমির উদ্দিন প্রধানের দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৮. জুলাই. ২০২১ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধি ::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে ‘প্রধান’ উপাধি পাওয়া সিলেটের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উক্ত সংগঠনের সিলেট জেলার উপদেষ্ঠা মন্ডলীর সদস্য জমির উদ্দিন প্রধানের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বাদ যোহর নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা পূর্ব বর্ষীয়ান রাজনীতিবিদ সর্বজন শ্রদ্ধেয় জমির উদ্দিন প্রধানের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, সাবেক ছাত্রনেতা এডঃ আব্দুল খালিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম। পরে তার লাশ গ্রামের পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়।
এরআগে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারনে অসুস্থ জমির উদ্দিন প্রধান কানাইঘাট পৌরসভার নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর গ্রামের নিজ বাড়িতে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮০ বৎসর। মৃত্যুকালে তিনি তিন ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জমির উদ্দিন প্রধানের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেনীর পেশার মানুষ তাকে দেখতে যান।
জানা যায়, সিলেটের প্রবীণ এই আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার অসুস্থতার খবর শুনে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জমির উদ্দিন প্রধানের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন। তিনি ১৯৮৬ সালে সিলেট-৫ আসন থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করে ছিলেন। এদিকে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন প্রধানের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য সামছুজ্জামান বাহার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন মহল।
image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031