সর্বশেষ

» সাত দিনের মধ্যে টিকা পাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২১ | মঙ্গলবার


Manual5 Ad Code

চেম্বার ডেস্ক: গণহারে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে দেশে। এই কর্মসূচির আওতায় আগামী সাত দিনের মধ্যে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

 

Manual4 Ad Code

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে ক্লিনিকে ভ্যাকসিন বিতরণ নিয়ে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রায় ৪ লাখ শিক্ষক-কর্মকর্তাদের ভ্যাকসিন নেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেক আগেই এ দেশে ভ্যাকসিন নিয়ে আসার কারণে।’

 

Manual8 Ad Code

জাকির হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী সোমবার (৮ ফেব্রুয়ারি) এবং এর আগেও আমাকে ফোন করে বলেছেন তোমার সব শিক্ষককে টিকা দিয়ে নাও, যেহেতু আমরা যেকোনো সময় স্কুল খুলে দেব। যাতে আমার কোনো শিক্ষক টিকার আওতার বাইরে না থাকেন।’

Manual4 Ad Code

 

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের টিকার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আমরা যেকোনো সময়, অর্থাৎ আজ থেকে সাতদিনের মধ্যে টিকা নেওয়া শেষ করব। আমি নিজেও নিয়েছি, আমাদের সচিবালয়ের সবাই নিয়েছে। কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’

 

তিনি বলেন, ‘আমি অনুরোধ করব আমার শিক্ষকদের, আমার মন্ত্রণালয়ের আওতায় যারা আছেন, ৪০ বছরের ঊর্ধ্বে যারা পড়বেন, তাদের টিকা নেয়ার জন্য অনুরোধ করব।’

 

Manual1 Ad Code

এসময় শিক্ষকদের যথাসময়ে টিকা নিয়ে স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসতে এবং সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

 

ভ্যাকসিন নেয়ার পর প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমার কাছে খুব স্বাভাবিক মনে হলো। আমার কাছে আরামদায়কই মনে হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual4 Ad Code