সর্বশেষ

» জিন্দাবাজার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং ব্যবসায়ী সমিতির শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৯. জানুয়ারি. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক::

অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ব্যবসায়ী সমিতি। শনিবার সন্ধ্যা ৭ টায় ব্যবসায়ী সমিতিা উদ্যোগে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির হলরুমে এক আলোজনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমিতির সভাপতি, জাকির আলীর সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি সাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবত্রি কোরআন থেকে তেলাওয়াত করেনৃ হাফিজ ইলিয়াছুর রহমান,

অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এ টি এম সোয়েব, সিলেট মহানগর আওয়ামীলীগের নব-নির্বাচিত কোষাধ্যক্ষ মার্কেটের চেয়ারম্যান লায়েক আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আল আজাদ,পররাষ্ট্র মন্ত্রীর সিলেট অফিসের সচিব জুয়েল আহমেদ, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ম্যানিজিং পার্টনার সাদেক আহমদ,
কমিটির উপদেষ্টা, মাহবুব আহমদ চৌধুরীর ,ব্যবসায়ী সমিতির উপদেষ্টা শাহানা আক্তার।

এ সময় বক্তারা বলেন, দেশে করোনা মহামারি চলছে। এই অবস্থায় নিম্ন শ্রেণীর মানুষের আয়-রোজগার কমে গেছে। দরিদ্র অসহায় মানুষদের শীতবস্ত্র ক্রয় করার ক্ষমতা নেই। শীতের শুারুতে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ব্যবসায়ী সমিতির কম্বল বিতরণ একটি মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।
বক্তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

অন্যান্যার মাঝে বক্তব্যে রাখেন ,মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান কমিটির সভাপতি রিপন আহমদ, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ব্যবসায়ী সমিতি সাধারন সম্পাদক বিপ্লব এষ, মার্কেটের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. হাফিজ আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে শতাধিক গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথি ও ব্যবসায়ীবৃন্দ ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728