সর্বশেষ

» সিলেটে ডিবি পুলিশের অভিযানে ২৫০০ পিছ ইয়াবাসহ আটক ২ জন

প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০২০ | সোমবার

চেম্বার ডেস্ক:: সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোনের অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্রের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে  ১৪ ডিসেম্বর বিকাল ০৪.৩০ ঘটিকায় গোলাপগঞ্জ থানাধীন গোলাপগঞ্জ পৌরসভাস্থ ৭ নং ওয়ার্ডের অন্তর্গত রণ কালই উত্তর সাকিনে আসামী আয়লফ আহমেদ ( ৪৫) ও তার বড় ভাই লসর আহমেদ (৪৯) উভয় পিতা-মৃত আতাউর রহমান এর বসত ঘরে অভিযান পরিচালনা করে তাদের আটক পূর্বক দেহ তল্লাশী করে তাদের হেফাজতে থাকা ২,৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা যায়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ মাদক ইয়াবা সংগ্রহ করে গোলাপগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে মর্মে গোপন সূত্রে জানা যায়। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোনের এসআই/শহিদুল ইসলাম এর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান অভিযানের বিষয়ে জানান যে, মাদক উদ্ধারের ব্যাপারে সিলেট জেলা পুলিশ শূন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করে আসছে। জেলা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। মাদক উদ্ধারের ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার বিশেষ নজরদারি অব্যাহত আছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031