সর্বশেষ

» কানাইঘাটে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০২০ | সোমবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভা কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সুলতানা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেমস লিও ফারগুশন নানকা, ডাঃ ফয়েজ উদ্দিন, আলী হোসেন কাজল, মাওলানা আবুল হোসেন, আব্দুল মান্নান, মাসুদ আহমদ। এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শহীদ বুদ্ধিজীবিদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করে বক্তারা বলেন ১৯৭১ সালের এদিনে দখলদার পাকিস্তানী হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিত ভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ট সন্তান বুদ্ধিজীবিদের হত্যা করে। পরিশেষে তারা সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30