সর্বশেষ

» অবিলম্বে শিক্ষা প্রতিষ্টান খুলে দেয়ার দাবীতে সিলেটে প্রাইভেট স্কুল এসোসিয়েশনের মানববন্ধন

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২০ | বুধবার


Manual6 Ad Code

চেম্বার প্রতিবেদক:: কোভিড-১৯ এর প্রভাবে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্টানগুলো স্বাস্থ্য বিধি মেনে দ্রুত খুলে দেয়া এবং অার্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্টানসমূহকে সহায়তা প্রদানের দাবীতে সিলেটে মানববন্ধন করেছে

Manual3 Ad Code

প্রাইভেট স্কুল এসোসিয়েশন, সিলেট। অাজ বুধবার ( ২১ অক্টোবর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অায়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে যখন সব কিছু খুলে দেয়া হয়েছে, তখন শুধুমাত্র শিক্ষা প্রতিষ্টান বন্ধ রাখা অযৌক্তিক। বক্তারা বলেন, করোনা পরিস্থিতির কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্টান বন্ধ রয়েছে। কিন্তু সম্পূর্ণ ব্যক্তি উদ্যােগে প্রতিষ্টিত ও পরিচালিত  প্রতিষ্টানের পক্ষে বর্তমান পরিস্থিতিতে কর্মরত শিক্ষক-কর্মকতা-কর্মচারীর বেতন ভাতা প্রদান ও অানুষাঙ্গিক অন্যান্য ব্যয় নির্বাহ দুরুহ হয়ে পড়েছে। সময়মতো বেতন ভাতা না পাওয়ার কারণে সারাদেশ প্রায় ৬০ হাজার শিক্ষা প্রতিষ্টানের প্রায় ১২ লক্ষ শিক্ষক অার্থিক সংকটে পড়ে মানবেতর জীবন যাপন  করছে।

Manual8 Ad Code

বক্তারা  ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা প্রতিষ্টানগুলো স্বাস্থ্য বিধি মেনে অনতিবিলম্বে খুলে দেয়া এবং শিক্ষক -কর্মকর্তা- কর্মচারীদের অার্থিক সংকটের বিষয়টি বিবেচনা নিয়ে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার নেত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি উদাত্ত অাহ্বান জানান।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের অাহ্বায়ক সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলাদেশের অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিন, সদস্য সচিব অানোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকার, ভাইস প্রিন্সিপাল এম অামির উদ্দিন পাবেল, উইমেন্স মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অাব্দুল ওয়াদুদ তাপাদার, দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্রাচার্য,সুরমা ভেলী কিন্ডারগার্টেন এর চেয়ারম্যান সুরঞ্জিত তালুকদার,  সিলেট অাইডিয়্যাল স্কুল এন্ড কলেজের কো অর্ডিনেটর সামসুদ্দোহা,  ক্লাসিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লবিবুর রহমান, মেট্রোসিটি প্রি ক্যাডেট একাডেমির অধ্যক্ষ সাহেদ হোসাইন, মেট্রোপলি কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো: মিজানুর রহমান,নলেজ হারবার এর ভাইস প্রিন্সিপাল নাজমুল অানসারী।

Manual8 Ad Code

আরও বক্তব্য রাখেন সিলেট সিটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চিনো আক্তার, সাউথ সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান, স্টার লাইট একাডেমির অধ্যক্ষ আনোয়ার আলী মেরিট কেয়ার, স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মনোয়ার হোসেন প্রমুখ।

 

মানববন্ধনে শহর ও শহরতলীর প্রায় ৫০ টি শিক্ষা প্রতিষ্টান নিজ নিজ ব্যানার নিয়ে অংশ গ্রহণ করে। মানববন্ধনে অংশ গ্রহণ করা শিক্ষা প্রতিষ্টানগুলো হচ্ছে এম হোসেন স্কুল এন্ড কলেজ, স্টুডেন্টস হোম স্কুল, সাউথ সিটি স্কুল এন্ড কলেজ, কবি নজরুল মেমোরিয়াল স্কুল, অানন্দপাঠ স্কুল এন্ড কলেজ, স্টার লাইট, স্কলার্স হোম,মুহিবুর রহমান একাডেমী, ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজ, দি মাস্টার মাইন্ড স্কুল এন্ড কলেজ,গ্রীণ ফেয়ার কিন্ডারগার্টেন, ইউনিক মাল্টিমিডিয়া স্কুল,বিদ্যাসিঁড়ি স্কুল এন্ড কলেজ,মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ,সিটি মডেল স্কুল,সানরাইজ পাবলিক স্কুল, দি লাইট হাউজ,ফেইম একাডেমি স্কুল কলেজ,সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নলেজ হোম, ফাস্ট স্টেপিং স্পোট ইন্টারন্যাশনাল স্কুল, গ্র্যান্ড পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ,পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ, অালহেরা একাডেমি স্কুল এন্ড কলেজ,বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজ,জিনিয়াস একাডেমি, সিলেট সিটি স্কুল এন্ড কলেজ, সৈয়দ জাহান ( রা:) একাডেমি, হলি চাইল্ড কিন্ডারগার্টেন  স্কুল, দি লুমিনাস স্কুল, শাহপরান (রহ:) খাদিম অাইডিয়্যাল স্কুল,শাহজাহাল কলোজিয়েট স্কুল, সীমান্তিক অাইডিয়্যাল স্কুল এন্ড কলেজ,সিলেট ল্যারেটরি স্কুল।

Manual2 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual4 Ad Code