সর্বশেষ

» জগন্নাথপুরে জামালপুর ক্রিকেট ক্লাবের নতুন কমিটি গঠন

প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০২০ | রবিবার

Manual1 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী জামালপুর ক্রিকেট ক্লাব-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বিকেলে জামালপুর গ্রামের সাবেক মেম্বার মরহুম হরুপ আলীর বাড়ীতে ক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ৩৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। একই সাথে নতুন কমিটির সাথে ২২ জনকে আজীবন দাতা সদস্য নির্বাচিত করা হয়।

Manual5 Ad Code

ক্লাবের সাবেক সভাপতি আরমান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য তুহিনুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী হাজী সোহেল আহমদ খান টুনু, গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, আজির উদ্দিন, ফারুক কবিরী, মোঃ জামাল হোসেন, আমির খান ছাব্বির, সুজাদ মিয়া, রুবেল হোসেন, সাদিক মিয়া। জাবির আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব সদস্য রাশেদ মিয়া, উস্তার উল্লা, সাদিকুল ইসলাম খান, সরুক মিয়া, পরাছ খান, সামসুদ্দিন, দরছ মিয়া, আলাল মিয়া, সাকিল মিয়া, রকি, সাজু, মামুন, একলিম, জয়নাল মিয়া, আব্দুল মন্নান, টুনু মিয়া ও রিপন আহমেদ প্রমুখ।

নবগঠিত ৩৪ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে সাহিদুল ইসলাম (সাহিদ), সহ-সভাপতি ও টীম ম্যানেজার পদে মনজুর আহমদ, সহ-সভাপতি পদে সুলতানুর রশীদ রুবেল, সাধারণ সম্পাদক পদে আফছার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম (রাব্বি), অধিনায়ক ও সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রশীদ রাসেল, সহ-অধিনায়ক শিপন মিয়া, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম অপু, প্রচার সম্পাদক শিতু মিয়া, সদস্য হিসেবে মাসুদুল ইসলাম (রাদেক), আমিনুল ইসলাম, মুজিবুল ইসলাম (মুজিব), মুহিবুল ইসলাম (মুহিব), নাইমুর ইসলাম জুয়েল, নজরুল ইসলাম, দিপন আহমদ, সাঈদ আলী, তফিস আলী, ইমন মিয়া, সিমন মিয়া, আকরাম হোসেন, জাহাঙ্গীর আলম, পারভেজ মিয়া, ইমন আহমদ (সুমন), শাকিল আহমদ, কিবরিয়া আহমদ, শেখ সায়মন আহমদ, আকরাম আহমদ, গুলজার আহমদ, মো: ইমন মিয়া (২), মো: মোজাহিদ মিয়া, দিলদার মিয়া ও খায়রুল ইসলামকে নির্বাচিত করা হয়।

Manual3 Ad Code

এছাড়া ২২জন আজীবন দাতা সদস্যবৃন্দ হলেন, আশারকান্দি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর খান খছরু (যুক্তরাজ্য প্রবাসী), এলাইছ উদ্দিন বাখন (যুক্তরাজ্য প্রবাসী), জিলু মিয়া (যুক্তরাজ্য প্রবাসী), জিতু মিয়া (যুক্তরাজ্য প্রবাসী), নেছাওর মিয়া (যুক্তরাজ্য প্রবাসী), মওছুফ আহমদ খান মুহিত (যুক্তরাজ্য প্রবাসী), আব্দুল লতিফ (যুক্তরাজ্য প্রবাসী), আব্দুল মালিক ছনতু (যুক্তরাজ্য প্রবাসী), শিপুল সুলতান (যুক্তরাজ্য প্রবাসী), হরমান উদ্দিন (সৌদী প্রবাসী), আবুল কালাম খান কয়েস (যুক্তরাজ্য প্রবাসী), আছাব আলী (যুক্তরাজ্য প্রবাসী), দিনুল ইসলাম খান সবুজ (যুক্তরাজ্য প্রবাসী), আনোয়ার হোসেন (গ্রীস প্রবাসী), আবু মনসুর খান (যুক্তরাজ্য প্রবাসী), সাজন মিয়া (যুক্তরাজ্য প্রবাসী), রবিউল ইসলাম রবি (যুক্তরাজ্য প্রবাসী), লিয়াকত খান (যুক্তরাজ্য প্রবাসী), ইকবাল হোসেন (যুক্তরাজ্য প্রবাসী), ফখরুল ইসলাম (যুক্তরাজ্য প্রবাসী), রাহেল আহমদ শিশু (যুক্তরাজ্য প্রবাসী) ও রাজিব আহমদ (যুক্তরাজ্য প্রবাসী) প্রমূখ।

Manual5 Ad Code

উল্লেখ্য- প্রতিষ্ঠালগ্ন থেকে জামালপুর ক্রিকেট ক্লাব প্রতিবছর বৃহৎ পরিসরে ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করে থাকেন। এসব টুর্নামেন্টগুলোতে সুনামগঞ্জ জেলার পাশাপাশি অন্যান্য জেলা উপজেলা থেকে ক্রিকেট দল অংশ নিয়ে থাকে। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual6 Ad Code