সর্বশেষ

» কানাইঘাট লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত, আহত কয়েকজন

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২৫ | রবিবার


Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) রাতে বাংলাদেশের লোভাছড়া আফামুখ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে।
জানা যায়, গত শনিবার দিনের বেলা কাজের সন্ধানে জামাল উদ্দিন সহ কয়েকজন কানাইঘাট লোভাছড়া আফামুখ সীমান্ত এলাকা দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের উখিয়াং খাসিয়া পুঞ্জিতে অবৈধ অনুপ্রবেশ করেন। ঐদিন রাতে বিজিবির টহল দল সীমান্তবর্তী এলাকার টহল দেয়ার সময় বাংলাদেশ সীমান্তের ভেতরে জামাল উদ্দিনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে রবিবার (২৩ নভেম্বর) ভোরে কানাইঘাট থানা পুলিশ জামালের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
থানার ওসি আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের আঁধারে লোভাছড়া সীমান্তে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জামাল উদ্দিনের পরিচয় শনাক্ত করে ভোর ৪টার দিকে থানায় নিয়ে আসার পর মর্গে প্রেরন করা হয়। তিনি আরো জানান, জামাল উদ্দিন সুপারি চুরি করতে সীমান্তের ওপারে গেলে ভারতীয় খাসিয়ারা গুলি ছোড়েছে জানতে পেরেছেন। সম্ভবত খাসিয়াদের ছোড়া গুলিতে জামাল উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
এদিকে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, জামাল উদ্দিনের সাথে ভারতে অবৈধভাবে বাখালছড়া সহ আশপাশ গ্রামের আরো কয়েকজন সুপারি চুরি করতে গিয়েছিলেন। খাসিয়াদের ছোড়া গুলিতে বাখালছড়া গ্রামের আব্দুল হান্নানের পুত্র আব্দুল কাদির ও তার ভাই আব্দুল মতিন সহ আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট শহরে প্রাইভেট হাসপাতালে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতের স্বজনদের অভিযোগ, জামাল উদ্দিন কাজের সন্ধানে প্রায়ই ভারতে যেতেন, শনিবার সকালে সে বাড়ি থেকে কাজের সন্ধানে বের হয়। কিভাবে তার মৃত্যু হয়েছে তা সঠিক ভাবে বলতে পারছেন না।

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual6 Ad Code