সর্বশেষ

» গোলাপগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও খুনের ঘটনায় ছাত্রদল নেতার আরেক মামলা

প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২৪ | মঙ্গলবার

Manual3 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি: সরকার পতনে ছাত্র জনতার এক দফা আন্দোলনে হামলা ও খুনের ঘটনায় এবার গোলাপগঞ্জে আরেকটি মামলা করেছেন এক ছাত্রদল নেতা।

Manual6 Ad Code

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হামলায় গুরুতর আহত উপজেলা ছাত্রদল নেতা রফিউল আলম এ মামলা দায়ের করেন।

গতকাল সোমবার (১২ আগস্ট) গোলাপগঞ্জ থানায় এ মামলা করা হয়।

মামলায় এজহারভুক্ত আসামিরা হলেন ১) তাজুল ইসলাম, (৩০) সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠিকানা; স্থায়ী: গ্রাম-বারকোট, উপজেলা/থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ২) আবিদুর রহমান জয়, (৩২) সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠিকানা; স্থায়ী: ঘুষগাঁও, উপজেলা/থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ৩) মান্না আহমদ, (২৮) সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠিকানা; স্থায়ী: গোয়াসপুর, উপজেলা/থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ৪) হিমেল আহমদ, (২৭) সাংগঠনিক সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা ছত্রলীগ, ঠিকানা; স্থায়ী: বারকোট, ইয়াগুল উপজেলা/থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ৫) মাহফুজুর রহমান আরিফ, (২৫) সহ-সাংগঠনিক সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা ছত্রলীগ, ঠিকানা; স্থায়ী: রানাপিং, উপজেলা/থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ৬) রেজাউল হক নিশাত, (২৯) যুগ্ম-সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠিকানা; স্থায়ী: কানিশাইল, উপজেলা/থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ৭) মোঃ কামরুজ্জামান ছাদেক, (২৪) যুগ্ম-সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠিকানাঃ স্থায়ী: মোল্লাগ্রাম, উপজেলা/থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ৮) মো: মাহিন আহমেদ, (২১) প্রচার সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠিকানা; স্থায়ী: মির্জাগড়, উপজেলা/থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ৯) আব্দুল কাদির রাফি, (২৩) দপ্তর সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠিকানা; স্থায়ী: ঢাকাদক্ষিণ, উপজেলা/থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ১০) শাহ আলম চৌধুরী সাইফ, (২৪) সাংস্কৃতিক সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠিকানা; স্থায়ী: বাঘা (আনছার মহল্লা), উপজেলা/থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ১১) জয়নুল আলমু, (২০) ধর্ম বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠিকানাঃ স্থায়ী: রসুলপুর, ডাক-ব্রাহ্মণ, উপজেলা/থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ১২) রাহিম আহমদ, (২২) ক্রীড়া বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠিকানা; স্থায়ী: টিকরবাড়ী, উপজেলা/থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ১৩) তোহা চৌধুরী, (২০) সাহিত্য বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠিকানা; স্থায়ী: টিকরবাড়ী, উপজেলা/থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট।সহ আরোও ২৫০/৩০০ জন গং।

Manual1 Ad Code

মামলার এজহার সূত্রে জানা যায়, ৩ আগস্ট বিকাল ৪ ঘটিকার দিকে গোলাপগঞ্জ পৌরসভা হতে ঢাকাদক্ষিণ রোডস্থ গোলাপগঞ্জ চৌহমনীর সম্মুখ থেকে মিছিল নিয়ে বের হয় ছাত্র জনতা ও রাজনৈতিক দলের নেতাকর্মী। মিছিল একটু আগ বাড়লে পূর্ব থেকে উৎপেতে থাকা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরারা পুলিশ প্রশাসনের সহযোগিতায় দেশী-বিদেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে নিরস্ত্র ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। ঐ সময় অনেক আহত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করিলে, জনতা ছাত্রদের রক্ষার্থে এগিয়ে আসলে শত শত স্থানীয় জনতা অস্ত্র ধারী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতিহত কালে ঘাটনাস্থলে আসামীগণ গুলিবর্ষন, টিয়ারশেল, রাবার বুলেট, নিক্ষেপ করে। এতে বাদীসহ শত শত ছাত্র জনতা মারাত্মক রক্তাক্ত যখম প্রাপ্ত হন।

আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হসাপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। বাদী রফিউল আলম বাম হাতে গুলিবিদ্ধ হন ও পায়ে মারাত্মক জখম হয়।

Manual5 Ad Code

পরবর্তীতে হাসপাতে চিকিৎসাধীন অবস্থায় অনেকে মৃত্যুবরণ করেন।

Manual7 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual5 Ad Code