সর্বশেষ

শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে স্কলার্সহোমে সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২৫ | শনিবার

চেম্বার ডেস্ক: শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পাঠ পরিকল্পনা উন্নয়ন ও শ্রেণিকক্ষে কার্যকর শিক্ষাদান নিশ্চিত করতে স্কলার্সহোম পরিবারে এক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক জয়নুল আবেদীন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ ও  ভেন্যু প্রধান মো. ফয়জুল হক।

আজকের অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল সেমিনার। বক্তা ছিলেন প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। তিনি ‘কোয়ালিটিজ অব এ গুড ক্লাসরুম ট্রিচার’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর বক্তব্যে তিনি শিক্ষকদের পেশাগত দায়িত্ববোধ, ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান পদ্ধতির ওপর আলোকপাত করেন।

এরপর ‘ইফেকটিভ লেসন প্লানিং ইসুজ মেথোডলিজ এন্ড টেকনিক ইনভলড’ শীর্ষক ওয়ার্কশপ পরিচালনা করেন মোহাম্মদ শামছ উদ্দিন অধ্যক্ষ, স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাস, ফাউন্ডার চেয়ারম্যান, সিলেট ইংলিশ টিচার্স এসোসিয়েশন এবং ভাইস প্রেসিডেন্ট অব ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)। এতে অংশগ্রহণকারীরা হাতে-কলমে পাঠ পরিকল্পনা তৈরির অনুশীলনে অংশ নেন।

দিনব্যাপী এই আয়োজনে সিলেট শহরে অবস্থিত স্কলার্সহোমের সাতটি ক্যাম্পাসের  চারশো বারো জন শিক্ষক-শিক্ষিকা পৃথিবীর বৃহত্তম এই ইএলটি ওয়ার্কশপে স্বতঃস্ফূর্ততার সঙ্গে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদরী (অব.), টিলাগড় ক্যাম্পাসের অধ্যক্ষ জনাব আক্তারী বেগম, শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন, দক্ষিণ সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর নাজমুল বারী জামালী। পাঠানটুলা গার্লস কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল আজিজ মিয়া, স্কলার্সহোম মেজরটিলা কলেজের উপাধ্যক্ষ নাহিদা খান, স্কলার্সহোম পাঠানটুলার প্রিপারেটরি শাখার উপাধ্যক্ষ জেবেন্নুসা জীবন ও স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের উপাধ্যক্ষ শাহনিজ ফাতেমা ইব্রাহিম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদরী। তিনি আয়োজনের সফলতা কামনা করেন এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষকদের মানোন্নয়নই স্কলার্সহোমের মূল শক্তি এই লক্ষ্যেই আমাদের নিয়মিত প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত থাকবে।” অধ্যক্ষ মো. ফয়জুল হক হক উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে দিনব্যাপী এই কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930