সর্বশেষ

জকিগঞ্জ সোনাসার বাজারে সরকারি খাসজমি দখলের অভিযোগ ব্যবসায়ী সমিতির নেতার বিরুদ্ধে

প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২৫ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজারে সরকারি খাসজমি দখলের এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। সরাসরি অভিযোগের তীর উঠেছে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাইয়ের দিকে। স্থানীয়দের দাবি, তিনি তাঁর প্রভাব খাটিয়ে একের পর এক অবৈধ বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে সরকারি সম্পত্তিকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করছেন।

​স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজার কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকার সুবাদে আলাউদ্দিন আলাই ক্ষমতার অপব্যবহার করে বাজারের সংলগ্ন খাসজমি দখল করেছেন। দখলকৃত এই জমিতে তিনি একাধিক পাকা দোকানঘর নির্মাণ করেছেন এবং সেগুলো ভাড়া দিয়ে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে উপার্জন করছেন।

​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বিশেষ করে বিগত সরকারের সময়ে আলাউদ্দিন আলাই তার নিজস্ব রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশকে কাজে লাগিয়ে এই বেআইনি নির্মাণ কাজগুলো দ্রুত এগিয়ে নেন। প্রশাসনের পক্ষ থেকে সময়মতো কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ায় তিনি আরও উৎসাহ পান বলে অভিযোগ স্থানীয়দের। দখলদারিত্বের সর্বশেষ ঘটনাটি ঘটে যখন আলাউদ্দিন আলাই বাজার সংলগ্ন সরকারি খাসজমিতে নতুন করে নির্মাণ কাজ শুরু করেন। এ সময় স্থানীয় বাসিন্দা মাসুম আহমেদ এই অবৈধ কাজে বাধা দেন। তবে আলাউদ্দিন আলাই প্রভাবশালী মহলের সহায়তায় নির্মাণকাজ পুনরায় শুরু করার চেষ্টা করেন।

​পরিস্থিতি উত্তপ্ত হলে মাসুম আহমেদের অনুরোধে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আলাউদ্দিন আলাইকে কঠোর নির্দেশ দেওয়া হয় যে, সরকারি জমিতে কোনো প্রকার অনুমতি ছাড়া কাজ করা যাবে না। পুলিশ স্পষ্ট করে জানায়, খাসজমিতে যেকোনো স্থাপনা নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবশ্যক। স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এভাবে বাজারের সরকারি জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় বাজারের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং যানজট সৃষ্টি হচ্ছে। এর ফলে সাধারণ জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে।

​এলাকার সচেতন নাগরিক সমাজ ও ভুক্তভোগী ব্যবসায়ীরা অবিলম্বে এই দখলদারিত্ব ও অবৈধ নির্মাণ বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা প্রশাসনের কাছে আলাউদ্দিন আলাইয়ের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার এবং অবৈধভাবে নির্মিত সকল স্থাপনা উচ্ছেদ করার জোর দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে বাজারের সরকারি জমি পুরোপুরি বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ৯৯৯ এর মাধ্যমে এ রকম একটা অভিযোগ শুনে আমি লোক পাঠাই। যেহেতু এটা জায়গা জমি সংক্রান্ত বিষয়,সেহেতু বিষয়টি এসিল্যান্ড দেখবেন।

এসিল্যান্ডের সাথে ফোনে যোগাযোগ করা হলে রিসিভ না হওয়ায় বক্তব্য নেয়া যায় নি।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031