সর্বশেষ

গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির বৃত্তি প্রদান ও জাগরণ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ২৭. সেপ্টেম্বর. ২০২৫ | শনিবার

চেম্বার প্রতিবেদক: কানাইঘাটের গাছবাড়ী অঞ্চলের উন্নয়নের সূতিকাগার নামে পরিচিত গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা, ভলিবল খেলার পুরস্কার, জাগরণ-১৩ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন এবং আজীবন সদস্যদের সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গাছবাড়ী উত্তর বাজার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও শিক্ষা সাহিত্য সম্পাদক সাইদুর রহমান নাবিলের যৌথ সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন সমিতিন সহ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জিলহাদ।

এতে প্রধান অতিথি ছিলেন গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন। তিনি তাঁর বক্তব্য বলেন, গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতি ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকে গাছবাড়ী অঞ্চলের বিভিন্ন দাবি আদায়ে অগ্রনী ভূমিকা পালন করেছে। গাছবাড়ী মডার্ণ একাডেমি, গাছবাড়ী কলেজ,গাছবাড়ী বিদ্যুৎ সব কিছুই সমিতির হাত ধরে হয়েছে৷
সমাজের অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সোচ্চার ছিল এ সমিতি। অতীতের মতো অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে শক্তহাতে এগিয়ে আসতে হবে সদস্যদের। সকল প্রকার অন্যায় অত্যাচার আর অশ্লীলতার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে বজ্রকন্ঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর, বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, গাছবাড়ী আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম,গাছবাড়ী মডার্ণ একাডেমীর প্রধান শিক্ষক মো: শফিকুর রহমান, কানাইঘাট থানার এসআই আমিনুল ইসলাম,বৃহত্তর জৈন্তা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম,গাছবাড়ী মডার্ণ একাডেমির সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল মতিন।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মাওলানা আব্দুল মালিক, ডা: আবু শহিদ, ওলিউর রহমান,মাহমুদ হোসেন মাস্টার,সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।

অনুষ্ঠান শেষে চতুর্থ শ্রেণীর মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি, সমিতির বাৎসরিক ম্যাগাজিন জাগরণের মোড়ক উন্মোচন ও ভলিবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031