সর্বশেষ

মানুষের প্রাপ্তি-প্রত্যাশা পূরণে অর্ন্তবর্তীকালীন সরকার অত্যন্ত আন্তরিক :কানাইঘাটে বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, সিলেটের মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধান সহ এ অঞ্চলের মানুষের প্রাপ্তি-প্রত্যাশা পূরণে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সিলেট বিভাগের সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে তার সুফল এ অঞ্চলের মানুষজন পাবেন।
বিভাগী কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুধীজনদের সাথে মতবিনিময় এবং সামাজিক সম্প্রীতি সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও এখন পর্যন্ত দেশবাসীর প্রত্যাশা প্রাপ্তির অপূরণ রয়ে গেছে। মহান মুক্তিযুদ্ধের আদর্শ এবং ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি দুর্নীতিমুক্ত সম্প্রীতির বাংলাদেশ বির্নিমানে তিনি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের জনগনের সত্যিকার অর্থে সেবক নিজেদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার আহŸান জানান। সেই সাথে তিনি আরো বলেন, যারা দুর্নীতির মাধ্যমে দেশের টাকা আত্মসাত করে সম্পদের পাহাড় গড়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে তিনি সবাইকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি-ধর্ম নির্বিশেষে একসাথে কাজ করার আহŸান করেন। এছাড়াও তিনি বলেন, এদেশ আমাদের সকলের এখানে সকল ধর্মের মানুষ সম্প্রীতির মাধ্যমে বসবাস করে আসছেন। কোন অশুভ শক্তি যেন এ সম্প্রীতি বিনষ্ট করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
মতবিনিময় সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন, গণমাধ্যমকর্মী সিলেট জেলার মধ্যে যোগাযোগ, অবকাঠামো সহ শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া অনুন্নত জনপদ কানাইঘাটের প্রধান প্রধান সড়কগুলোর বেহাল অবস্থা তুলে ধারার পাশাপাশি বিভিন্ন অভাব-অভিযোগ ও মৌলিক দাবী-দাওয়া বিভাগীয় কমিশনারের কাছে তুলে ধরলে তিনি গাজী বোরহান উদ্দিন সড়কের সংস্কার, কৃষি সেক্টরে উন্নয়ন, সরকারি দপ্তরগুলো কর্মকর্তা-কর্মচারীর শূন্যপদগুলো পূরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা নিশ্চিত সহ সমস্যাগুলো নিরসনে কার্যকরি ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মণ, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ফয়সাল আহমদ, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাাপতি নিজাম উদ্দিন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাও. আলতাফ হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার শলীল চন্দ্র দাস, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
এছাড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। এর আগে সকাল সাড়ে ১১টায় বিভাগীয় কমিশনার কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় পরিষদের চেয়ারম্যান প্রভাষক আফসর উদ্দিন আহমেদ চৌধুরী ও ইউপি সদস্যবৃন্দ বিভাগীয় কমিশনারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন সহ ইউনিয়ন পরিষদ থেকে প্রদত্ত সরকারি সেবা দ্রæত জনগনের দূরগোড়ায় পৌঁছে দেয়ার নির্দেশনা দেন এবং ইউনিয়নের উন্নয়ন মূলক কর্মকান্ড জবাবদিহিতার সাথে নিশ্চিত করার জন্য বলেন। ইউনিয়নের বিভিন্ন সমস্যা চেয়ারম্যান আফসার উদ্দিন আহমেদ চৌধুরী বিভাগীয় কমিশনারের কাছে তুলে ধরলে তা বাস্তবায়নের আশ^াস দেন তিনি। এছাড়াও বিভাগীয় কমিশনার সদর ইউনিয়ন ভ‚মি অফিস পরিদর্শন করেন এবং ভ‚মি সংক্রান্ত সেবা কোন ধরনের হয়রানী ছাড়াই দ্রæত নিষ্পত্তি করে দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন। উপজেলা পরিষদ প্রাঙ্গনে গাছের চারাও রোপন করেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ও তার সহধর্মিনী পারভীন সুলতানা।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031