শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কানাইঘাটে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি ঃ শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলক চক্রবর্তীর পরিচালনায় প্রস্তুতি সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন মতামত তুলে ধরেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।
সভায় উপজেলার ৩২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন, থানা পুলিশ, বিজিবি ও আনসার বিডিপির পক্ষ থেকে নেওয়া প্রস্তুতির কথা সভায় তুলে ধরেন নির্বাহী কর্মকর্তা। আগের চাইতে এবারের দুর্গাপূজা প্রশাসনের পক্ষ থেকে আরো বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব সেচ্ছাসেবক দারা মন্ডপে নিরাপত্তা নেওয়া সহ ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে অতীতের মতো কানাইঘাটে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সূধীজন সহ সকল ধর্মের মানুষের প্রতি আহবান জানান নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
প্রস্তুতি সভায় বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রাণকৃষ্ণ হাওলাদার, কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়, থানার সেকেন্ড অফিসার নুর হোসেন, লোভাছড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কালাম, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মুফিদুল হক, কানাইঘাট পৌর জামায়াতের আমীর মাও. আব্দুল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. ফয়সল আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি তাওহীদুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দূর্গা কুমার দাস, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার সলিল চন্দ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, সহ-সভাপতি প্রতাপ চন্দ দাস, বিকাশ দাস, পৌর শাখার সভাপতি সুবোধ চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর শাখার সভাপতি শ্যামল দাস,  উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি বিধান চৌধূরী সহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual7 Ad Code