জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের সেবায় সবসময় প্রস্তুত রেড ক্রিসেন্ট: ভিপি মাহবুব

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার

Manual3 Ad Code

চেম্বার ডেস্ক: রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট জেলার এ্যাডহক কমিটির সদস্য, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব বলেছেন, রেড ক্রিসেন্ট সব সময় আর্তমানবতার সেবায় নিয়োজিত। প্রাকৃতিক দুর্যোগ, মহামারি কিংবা সামাজিক সংকট, সবক্ষেত্রেই এই সংগঠন মানুষের পাশে থেকে কাজ করে আসছে। কিন্তু বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন-নিপীড়নের কারণে আমরা জনগণের পাশে দাঁড়ানোর মতো সুযোগ পাইনি। এখন থেকে রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের কল্যাণে, মানবতার সেবায় প্রতিটি মুহূর্তে কাজ করতে প্রস্তুত। তিনি আরও বলেন, আমাদের এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা চাই, এই এলাকার প্রতিটি পরিবারকে পরিবেশ সচেতনতার সাথে সম্পৃক্ত করতে। জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষ বহুদিন ধরে অবহেলিত। আমি চাই, তাদের জন্য একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা গড়ে উঠুক, যেখানে রেড ক্রিসেন্টের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতারাও একযোগে কাজ করবেন।

তিনি বুধবার (১৭ সেপ্টেস্বর) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিঘীরপার ও সাতবাক ইউনিয়নে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বনজ ও ফলের এবং ঔষধি চারার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় ১৫০টি পরিবারের মধ্যে প্রত্যেক-কে ৮টি করে বৃক্ষচারা প্রদান করা হয়।

Manual2 Ad Code

রেড ক্রিসেন্টে সোসাইটির সহকারী পরিচালক মিজানুর রহমান জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য জুলাই যোদ্ধা আবু সাঈদ, সাতবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইয়িব শামীম, সমাজসেবক ওলিউর রহমান চৌধুরী শাহজাহান, হাফিজ আহমদ সুজন আব্দুর রহমান ও আব্দুল বাসিদ প্রমুখ।

Manual8 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual3 Ad Code