সর্বশেষ

» দায়িত্বভার গ্রহণ করলেন সিলেট উইমেন চেম্বারের নব নির্বাচিত পরিষদ

প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০২৫ | সোমবার

চেম্বার ডেস্ক: সিলেট উইমেন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ সেপ্টেম্বর উইমেন চেম্বারের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি লুবানা ইয়াসমীন শম্পা। নব নির্বাচিত পরিচালক রেহানা আফরোজ খানের পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরী।
এ সময় প্রধান অতিথি বলেন, চলতি বছরের ১৩ মার্চ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশ বলে সিলেট উইমেন চেম্বারের প্রশাসক পদ হিসেবে আমার উপর দায়িত্ব অর্পণ করা হয় এবং ১৯ মার্চ আমি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণ পরবর্তী আমার একটাই লক্ষ্য ছিল, সিলেটে নারী উদ্যোক্তাদের সর্ববৃহত এই প্লাটফর্মটিকে নারীবান্ধব হিসেবে গড়ে তোলা। সেজন্য দায়িত্ব পরবর্তী দফায় দফায় পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক করি। বৈঠক থেকে সদস্য কার্যক্রম বৃদ্ধি করণের লক্ষ্যে দু’দফা উদ্যোগ গ্রহণ করি। একটি সুষ্টু,নিরপেক্ষ ও উৎসব মুখর অনুষ্ঠান করণের লক্ষ্যে এই কার্যক্রমের প্রাসঙ্গিকতা ছিল। এরই ধারাবাহিকতায় ২৭৪ জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোট গ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উইমেন চেম্বারের দ্বি-বার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচিত করে। তিনি বলেন, আজ সেই পরিষদের কাছে দায়িত্ব গ্রহণের প্রাক্কালে প্রত্যাশা, সিলেটে নারী উদ্যোক্তাদের জন্য মাইলফলক হয়ে উঠুক এই প্রতিষ্ঠান। নির্বাচিত পরিষদের সকল কার্যক্রম যেন নারী উদ্যোক্তা সৃষ্ঠিতে অগ্রগন্য ভূমিকায় থাকে। পরে তিনি নব নির্বাচিত পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এদিকে দায়িত্বভার গ্রহণ পরবর্তী এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সহ সভাপতি আলেয়া ফেরদৌসি তুলি বলেন, আজ উইমেন চেম্বার্সের ইতিহাসে অন্যরকম একটি দিন। যেখানে প্রথম বারের মতো কোন নির্বাচিত পরিষদ আনুষ্ঠানিক ভাবে নিজেদের দায়িত্ব গ্রহণ করলো। তিনি বলেন, আগামীতে এই প্রতিষ্ঠানের পরিধি এবং কার্যক্রম আরও বিস্তৃত হবে। সেই সাথে বাড়বে ভোটারদের সংখ্যা। একই সাথে আমাদের গৃহীত পদক্ষেপগুলো যেন সিলেটের সকল প্রান্তিক নারী উদ্যোক্তাদের পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রাখতে পারে-সেদিকে হবে নতুন পরিষদের পথ চলা।

নব নির্বাচিত সভাপতি লুবানা ইয়াসমীন শম্পা বলেন, প্রতিষ্ঠার পর থেকে উৎসব মুখর পরিবেশে সিলেট উইমেন চেম্বারে প্রথম একটি নির্বাচন। এই নির্বাচনে প্রতিযোগীতা থাকলেও প্রতিহিংসা ছিল না। ছিল সকল শ্রেণীর ভোটারদের মধ্যে একটি আনন্দময় পরিবেশ। এই পরিবেশ রক্ষায় নি:সন্দেহে সকলের অবদান অস্বীকার করার উপায় নেই। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। তিনি নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে সফল করার জন্য প্রশাসক, নির্বাচন পরিচালনা বোর্ড,জেলা প্রশাসক মহোদয় সহ জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিল্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। লুবানা ইয়াসমীন বলেন, আজ আনন্দঘন এই মুহুর্তে আমাদের প্রতিশ্রুতি থাকবে, দল মতের উর্ধ্বে উঠে এই পরিষদ সিলেটের নারী উদ্যোক্তাদের কল্যানে নিজেদের সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাবে।

দায়িত্বভার গ্রহণকালীন নবনির্বাচিত পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, মিসেস সামা হক চৌধুরী,জাকিরা ফাতেমা লিমি চৌধুরী,সাইমা সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান,রেহানা ফারুক শিরীন,আসমাউল হাসনা খান,গাজী জিনাত আফজা,শাহানা আক্তার ও তাহমিনা হাসান চৌধুরী।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Please continue to proceed