সর্বশেষ

» দেশের শিক্ষাব্যবস্থার কাংখিত উন্নয়ন জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ : মাওলানা হাবিবুর রহমান

প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার

চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আজকের তরুণ শিক্ষার্থীরাই জাতির আগামীর কর্ণধার। আমাদের ছাত্র-সমাজ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে ভুমিকা পালন করেছে তা বিশে^ বিরল। আমাদের শিক্ষার্থীদেরকে মেধাবী হওয়ার পাশাপাশি আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে জাতি গড়ার কারিগর শিক্ষকগণকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার নানা ত্রুটি বিদ্ধমান রয়েছে। শিক্ষকগণ যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। জামায়াত শিক্ষকদের সঠিক মূল্যায়ন এবং দেশের শিক্ষা ব্যবস্থার কাংখিত উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট নগরীর আখালিয়া নতুন বাজারস্থ বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। তিনি শিক্ষকদের পাশাপাশি বিদ্যালয়ের সুবিধা-অসুবিধার খোঁজ নেন। বিদ্যালয়ের যে কোন প্রয়োজনে পাশের থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন- স্কুলের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ, সিলেট মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতি আলী হায়দার, মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের আমীর ক্বারী মাওলানা আলাউদ্দিন ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর রিয়াজ মিয়া প্রমূখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930