সর্বশেষ

» একটি মহল দেশে মব ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির অপপ্রয়াস চালাচ্ছে: বাসদ

প্রকাশিত: ০১. সেপ্টেম্বর. ২০২৫ | সোমবার

চেম্বার ডেস্ক: সারাদেশে অব্যাহত মব সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি অবসানের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সদস্য মামুন বেপারি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সিমান্ত রায়, আবুল খায়ের, জাহেদ আহমদ,সংগ্রাম পরিষদের মোহসীন আহমদ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মলয় চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের তৃণা দে প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ’২৪ এর গণ অভ্যুত্থানের পর থেকেই একদল চিহ্নিত গোষ্ঠী মব সন্ত্রাস সৃষ্টি করে বিচারক, শিক্ষকদের পদত্যাগে বাধ্য করানো, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নসমূহ ধ্বংস করা, মাজার ভাঙা, বাউল আখড়ায় হামলা, সংখ্যালঘুদের বাড়ি-ঘর, আদিবাসীদের উপর হামলা, উপসনালয়ে হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে আর এদের প্রধান টার্গেট হলো মুক্তিযুদ্ধ। অন্তর্বর্তী সরকার মব সন্ত্রাস বন্ধে কার্যকর উদ্যোগ না নিয়ে সরকারের নানা মহল ‘প্রেসার গ্রুপ’ ইত্যাদি বলে প্রকারান্তরে মব সন্ত্রাসীদের উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করছে বলে জনগণ মনে করে।

বক্তারা, ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের গোলটেবিল আলোচনা সভায় ‘জুলাই যোদ্ধার’ নামে একদল চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক মব সৃষ্টি করে সভা পণ্ড করা এবং আয়োজক ও আলোচক অতিথিদেরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নিয়ে অশ্লীল স্লোগান দেওয়া, দিনাজপুরের ‘জীবন মহল’ বিনোদন কেন্দ্রে হামলা-ভাঙচুরসহ সারাদেশে অব্যাহত মব সন্ত্রাসের ঘটনর তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, গণতন্ত্র উত্তোরণের পথে বাঁধা সৃষ্টি করতেই একটি মহল দেশে নৈরাজ্য-বিশৃঙ্খলা তৈরি করার অপপ্রয়াস চালাচ্ছে। পতিত ফ্যাসিবাদী শক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এবং দেশি-বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি নানা চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা ফেব্রুয়ারির নির্বাচনকে ভন্ডুল করতে মব সন্ত্রাস ও নানা নৈরাজ্য সৃষ্টি করেছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930