সর্বশেষ

» কর্মদক্ষতার কারনে পুলিশ ও ম্যাজিস্ট্রেসী অনুষ্ঠানে পুরষ্কারে ভূষিত কানাইঘাট থানার ওসি

প্রকাশিত: ০১. সেপ্টেম্বর. ২০২৫ | সোমবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আউয়াল সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন। এপ্রিল-জুলাই সময়কালে কর্মদক্ষতা, সাক্ষী উপস্থিত করন, পরোয়ানা তামিল, তদন্ত প্রতিবেদন প্রেরণ ও অন্যান্য প্রশাসনিক কাজে সুচারুভাবে সম্পন্ন করায় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মানে পুরষ্কৃত হন আব্দুল আউয়াল।
গত শনিবার সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠানে ওসি আব্দুল আউয়ালের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন সিলেটের জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান, সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ.ন.ম ইলিয়াস, সিলেট জেলার পুলিশ সুপার মুহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় জেলা ও দায়রা জজ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত যে, থানার ওসি আব্দুল আউয়াল গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কানাইঘাট থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। বেশ কয়েকটি হত্যাকান্ড ও অন্যান্য চাঞ্চল্যকর মামলার আসামীদের দ্রæত গ্রেফতার এবং আদালতে চার্জশীট প্রদান, থানায় দায়েরকৃত বহু অভিযোগের নিষ্পত্তি, দক্ষতার পরিচয় দেন ওসি আব্দুল আউয়াল। অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে, মাঠপর্যায়ে পুলিশকে সক্রীয় রাখার পাশাপাশি পুলিশি সেবা জনসাধারণের দূরগোড়ায় পৌঁছে দিতে সক্রীয় ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় আব্দুল আউয়াল বলেন, থানার সকল পুলিশ অফিসারবৃন্দ ও সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করায় এবং আইন শৃঙ্খলার উন্নয়নে সকল মহলের সহযোগিতার কারনে আমি এ সম্মান পেয়েছি, এর অংশিদার আপনারা সবাই। নানা সীমাবদ্ধতা সত্তে¡ও থানা পুলিশ জনসাধারণের জানমালের হেফাজতে কাজ করে যাচ্ছে। থানার আইন-শৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে সকল মহলের সহযোগিতা চান তিনি।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930