শাহজালাল উপশহরে আল-মানার জেনারেল হসপিটালের উদ্বোধন

প্রকাশিত: ০৮. আগস্ট. ২০২৫ | শুক্রবার


Manual7 Ad Code

চেম্বার ডেস্ক: শাহজালাল উপশহরে সিলেটে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ আল-মানার জেনারেল হসপিটালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার (৬ আগস্ট)  বিকাল সাড়ে ৫টায় হসপিটালের হল রুমে (ঠিকানা: ৪১/এ ব্লক-এ মেইনরোড, শাহজালাল উপশহর সিলেট এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল-মানার জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক, ছরওয়ার হোসেন। সভাপতিত্ব করেন হসপিটালের চেয়ারম্যান ও সাবেক ভাইস চেয়ারম্যান, জকিগঞ্জ উপজেলা পরিষদ, গোলাম রোকবানি চৌধুরী (জাবেদ)।

Manual2 Ad Code

সভায় সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল বলেন, বেসরকারি হাসপাতালগুলো মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে।তিনি বলেন, দেশে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এখনও অপ্রতুল এবং জনসাধারণের তুলনায় স্বাস্থ্যসেবা কেন্দ্রের সংখ্যা খুবই কম। তিনি উল্লেখ করেন, বিগত গণঅভ্যুত্থানের সময় অনেক হাসপাতাল মৌলিক সেবা প্রদানে ব্যর্থ হলেও কিছু প্রতিষ্ঠান তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি জোর দিয়ে বলেন, হাসপাতালে দল বা ধর্ম নয়, সেবাই মুখ্য হওয়া উচিত এবং সেবা প্রদানে ধনী-গরিবের মধ্যে কোনরূপ বৈষম্য করা যাবে না। এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর ইমাম সমিতির সভাপতি মাওঃ হাবিব আহমেদ শিহাব,  কলামিস্ট আফতাব চৌধুরী, সাবেক পুলিশ সুপার কাওছার আহমদ হায়দারী, ওটেষ্টার পোল্ট্রির এম.ডি ইমরান হোসাইন, ডাঃ সিরাজুল ইসলাম খান (T.H.D (Ex), Zakigony), এডভোকেট জিল্লুল হক তাপাদার, ডাঃ মিনহাজ আহমদ সহকারী অধ্যাপক (রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হসপিটাল) , শফিকুর রহমান চৌধুরী সাবেক কাউন্সিলর (২২নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন) , জকিগঞ্জ একাতা ফোরামের সহ-সভাপতি নুরুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক শহিদুর রহমান তপাদার চুনু, নকসি বাংলার সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রহমত আলী হেলালী, জমিয়তে উলামা ইসলাম জকিগঞ্জের সাধারণ সম্পাদক মাওঃ তাছরুল হক জকিগঞ্জী, এডভোকেট মাহবুবুর রহমান, সুবাসের সভাপতি সৈয়দ আসলাম হোসাইন, নিসচা সিলেট  জেলার সাধারণ সম্পাদক বাবর লস্কর,আল-মানার জেনারেল হসপিটালের ভাইস চেয়ারম্যান প্রভাষক দিলসাদ মিয়া ও সুয়েব লস্কর, এবং আহমদ শাহ ছবির।

Manual7 Ad Code

উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে হসপিটালের উন্নত সেবা ও সুবিধাদি নিয়ে আলোচনা করেন এবং স্বল্প খরচে উন্নতমানের চিকিৎসা দেওয়ার অঙ্গীকার করেন উদ্যোক্তারা।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual3 Ad Code