সর্বশেষ

» জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : এনামুল হক চৌধুরী

প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৫ | বুধবার

চেম্বার ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের লজ্জাজনক পতন শুধু বাংলাদেশ নয়, বিশে^র মানুষ দেখেছে। ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার দোসরদের দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জুলাই-আগস্টেও গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের ৩১ দফা রূপরেখার পক্ষে জনমত গড়ে উঠেছে। এই ৩১ দফার আলোকেই দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দেশের জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে।

তিনি বুধবার (৩০ জুলাই) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের শরীফগঞ্জ বাজারে ৯টি ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এছাড়ার তিনি দিনভর খাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামেয়া ইসলামিয়া হাফিজিয়া শরীফগঞ্জ মাদ্রাসা, পানিয়াগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর আনছারুল উলূম আলিম মাদ্রাসা, মেহেরপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পনাইরচক উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেন। এছাড়া তিনি শরীফগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় কুশিয়ারা নদীর ভাঙন পরিদর্শন করেন। দিনব্যাপী পৃথক অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয় শরীফগঞ্জ বাজারে ৯টি ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম গেদাইর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.আব্দুল জলিল সাবু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ দলা, সিলেট মহানগর কৃষকদলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব আহমদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন শাহিন ও জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আব্দুর রউফ।

এসময় উপস্থিত ছিলেন-বাঘা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হানিফ আহমদ, পৌর বিএনপি নেতা জাহেদ আহমদ, শরীফগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীউল আলম চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সুলেমান আলী, উপজেলা যুবদল নেতা শাহান আহমদ, ডালিম আহমদ, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক রাজন আহমদ, পৌর যুবদল নেতা বদরুল হক, আজিজুর রহমান পাপন, মুজিবুর রহমান, জাহেদ আহমদ, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুর রহমান রিপন, ইউনিয়ন বিএনপি নেতা আনছার আহমদ, জাহির হোসেন, ইউনিয়ন শ্রমিকদল নেতা খয়রুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা ছাদিক আহমদ, কামরুল ইসলাম, জাবেদ আহমদ, জাবের আহমদ, বদরুল আলম, আব্দুল মালিক, আব্দুস সামাদ, শিপন আহমদ, নাইম আহমদ, জাহেদ আহমদ, কবির আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুহেল আহমদ, সদস্য ইমতিয়াজ আহমদ, সাইফুর রহমান, মিজু আহমদ, শাওন আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আফরুল ইসলাম, মিজানুর রহমান রনি, সদর ইউনিয়ন বিএনপি নেতা আতাউর রহমান, ইউনিয়ন যুবদল নেতা ছানাউল্লাহ, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা সাইফুর রহমান প্রমুখ।

এদিকে দিনভর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে পৃথক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মেহেরপুর আনছারুল উলূম আলিম মাদ্রাসার সভাপতি নাজমুল ইসলাম, সদস্য মো.বাহার উদ্দিন, প্রিন্সিপাল মাও. মো.আব্দুল মুহিম, মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহান উদ্দিন, পনাইরচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল বিশ্বাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031