সর্বশেষ

» কানাইঘাট সুরমা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় অবৈধ বালু উত্তোলনের ঘটনায় উত্তেজনা

প্রকাশিত: ১০. জুলাই. ২০২৫ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধিঃ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের সুরমা নদীর (নয়াগাঁও) অংশের বালুমহাল লীজ এনে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কানাইঘাটের ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সুরমা নদীর মারাত্মক ভাঙন কবলিত এলাকা বড়দেশ বাজার, বড়দেশ দক্ষিণ ও কায়স্থগ্রাম থেকে বালু উত্তোলনের ঘটনায় এলাকার লোকজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় লোকজন অবৈধভাবে সুরমা নদীর ভাঙন কবলিত কানাইঘাট এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করার জন্য সিলেটের জেলা প্রশাসক বরাবরে গত ০৪/০৬/২০২৫ইং তারিখে গণস্বাক্ষর সম্বলিত দরখাস্ত দায়ের করার পরও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না বলে অভিযোগকারীরা জানিয়েছেন। উল্টো বালু উত্তোলনের সাথে জড়িত প্রভাবশালীরা এলাকার লোকজনদের মামলা দিয়ে হয়রানী সহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে। স্থানীয় লোকজনদের হুমকি দেয়ার ঘটনায় গত ৬ জুলাই রবিবার এলাকার কয়েক’শ মানুষ বড়দেশ দক্ষিণ ভাঙা মসজিদ সংলগ্ন সুরমা নদীর পাড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। তারপরও কানাইঘাটের সুরমা নদীর ভাঙ্গন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না বলে প্রতিবাদকারীরা জানান। ড্রেজার দিয়ে নির্বিচারে বালু উত্তোলনের ফলে বড়দেশ দক্ষিণ ও কায়স্থগ্রামের তীরবর্তী এলাকার সুরমা ডাইকের বøক ও মাটি ধ্বসে পড়ছে। এতে করে ঝুঁকির মধ্যে রয়েছে অনেকের বসতবাড়ি ও গ্রামের জামে মসজিদ।
জানা যায়, জেলা প্রশাসক কার্যালয়ে এক পত্রের মাধ্যমে গত ২৩/০৪/২০২৫ইং তারিখে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের সুরমা নদীর (নওয়াগাঁও) বালু মহাল ১৪৩২ বাংলা সনের জন্য ১ কোটি ৭০ লক্ষ টাকা নিলামে সিলেট সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার জনৈক তারেক মোহাম্মদ আব্দুল্লাহ নিলাম নেন।
কানাইঘাটের বড়দেশ কায়স্থগ্রাম সহ আশপাশ গ্রামের মধ্যে তৈমুর রাজা, বরকত উল্লাহ, আব্দুল হান্নান, মাও. ইকবাল, ফাহাদ আহমদ, কামিল আহমদ, মাসুক আহমদ, মাস্টার শাহিন আহমদ সহ আরো অনেকে জানান, জকিগঞ্জের সুরমা নদীর নওয়াগাঁও বালু মহালের অংশ থেকে কয়েকটি ড্রেজার দিয়ে নামমাত্র বালু উত্তোলন করা হলেও মাস খানেক পূর্ব থেকে দিনে রাতে বেশির ভাগ সময়ে সুরমা নদীর কানাইঘাট অংশ থেকে কয়েকটি শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। দ্রæত এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
অপরদিকে বালু মহালের লীজদাতার লোকজন জানান, তারা ইজরাকৃত বালু মহারের অংশ থেকে বালু উত্তোলন করছেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031