গণঅভ্যুত্থানের আশা আকাঙ্খা পূরণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: হাকিম চৌধুরী

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার

Manual3 Ad Code

চেম্বার ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল বিএনপির টানা ১৭ বছরের আন্দোলনের সংগ্রামের ফসল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক নির্দেশনা ও সুযোগ্য নেতৃত্বে বিএনপি সীমাহিন জুলুম নিপীড়ন উপেক্ষা করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে বিএনপিই প্রথম ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছে। এই ৩১ দফার মাধ্যমেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আশা আকাঙ্খা পূরণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি মঙ্গলবার (৫ আগস্ট) ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা বিএনপি অঙ্গ-সংগঠন আয়োজিত বিজয় মিছিলে পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মিছিলে উপজেলা বিএনপি, সকল ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গনি, জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এড শাজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিম, সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, শ্রমিক দলের সাবেক সভাপতি শরীফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ১নং রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক এস এম শাহীন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি  আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৪নং লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক জাকারিয়া, ৫নং পূর্ব আলীর গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, ৬নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক এখলাস, ৭নং নন্দীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক  এম এ মতিন, বিএনপি নেতা আব্দুল হান্নান, তেরা মিয়া, ৮নং তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক শামসুদ্দিন আল আজাদ, ৯নং ডৌবাড়ী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ , ১০নং পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রাশিদ আলী, সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, ১১নং মধ্যেজাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ, ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ১৩নং বিছানাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহ সাহাব উদ্দিন সাবই, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হেলোয়ার ও সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল আহমেদ প্রমুখ।
           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual7 Ad Code