সর্বশেষ

গণঅভ্যূত্থানের বর্ষপুর্তি উপলক্ষে কানাইঘাটে জামায়াতের বিশাল গণমিছিল

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধিঃ জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্রজনতার গণঅভ্যূত্থানের বর্ষপুর্তি উপলক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিলটি আজ মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ গেইটের সামনে থেকে শুরু হয়। মিছিলটি থানা রোড, রামিজা বালিকা পয়েন্ট হয়ে কানাইঘাট বাজার প্রদিক্ষণ করে উত্তর বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়।
২০২৪ এর ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর দীর্ঘ ১৫ বছর পর কানাইঘাট পৌর শহরে জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপুর্তি উপলক্ষে বড় ধরনের শো-ডাউনের আয়োজন করে জামায়াত। মিছিলে তাদের দলীয় প্রতীক দাড়ি-পাল্লা, জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ নানা ধরনের প্লেকার্ড বহন করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনাও ছিল। গণমিছিলের নেতৃত্ব দেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খাঁন সহ জামায়াত নেতৃবৃন্দ।
পৌর জামায়াতের আমীর মাও. আব্দুল করিমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. মাস্টার ফয়সাল আহমদ ও সেক্রেটারী হাফিজ মাও. তাজ উদ্দিনের যৌথ পরিচালনায় গণমিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ আনোয়ার হোসেন খাঁন বলেন, ছাত্র-জনতার প্রবল গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে ২০২৪ এর ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামীলীগের সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন করে স্বাধীনতা অর্জন করেছেন। আওয়ামীলীগ ১৫ বছর ভোটার বিহীন ভাবে দমন-নিপীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য জামায়াতে ইসলামের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ফাঁসি সহ জামায়াতের লক্ষ লক্ষ নেতাকর্মীদের গণহারে মামলা, হামলা, হত্যা-নির্যাতন চালিয়ে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল। তিনি আরো বলেন, ২০২৪ এর ৫ আগস্ট আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে আওয়ামীলীগের নিষ্ঠুর ক্ষমতার অবসান করে দেশের মানুষ। ফ্যাসিস্ট যাতে করে আবার ফিরে না আসে এজন্য দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান তিনি। সেই সাথে জুলাই গণঅভ্যূত্থানের আশা-আকাঙ্খা বাস্তবায়ন এবং আগামী দিনে ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করার আহŸান জানান।
পথসভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের সূরাহ সদস্য মাওলানা ফয়জুল্লাহ বাহার, জেলা জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাও. নিজাম উদ্দিন খান, কানাইঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা শরিফ আহমদ, সাতবাঁক ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা আবু তায়্যিব শামীম, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা লোকমান উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারী মাও. ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলার সাবেক সভাপতি মারুফ আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা জুনেদ আহম, শিবিরের গাছবাড়ী সাথী শাখার সভাপতি জায়েদ আহমদ প্রমুখ।
পথসভায় জুলাই গণঅভ্যূত্থানের পটভ‚মি তুলে ধরে সঙ্গীত পরিবেশন করেন, সুরমা সাহিত্য সংসদের শিল্পিরা।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930