সর্বশেষ

» গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের সভা ও বার্ষিক পিকনিক সম্পন্ন

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৫ | শুক্রবার

দিপক চৌধুরী, মিশিগান থেকে: গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক পিকনিক ২০২৫ গত ১০ অগাস্ট অনুস্টিত হয়। যুক্তরাষ্ট্রের মিশিগানের অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির বুচার পার্কে অনুষ্ঠিত সভায় সভাপতি মোহাম্মেদ নজরুল ইসলাম বদরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানমালার প্রথম পর্যায়ে বেলা ৩ টায় বেলুন উড়িয়ে আমেরিকা এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উভয় দেশের জাতীয় পতাকা উত্তোলনপূর্বক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। প্রথম পর্বে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফিটজজেরাল্ড স্কুল বোর্ডের ট্রাস্টি, খাজা ট্রাস্টের চেয়ারম্যান, মূল ধারার রাজনীতিবিদ ও সমাজসেবী ড. খাজা শাহাব আহমেদ, সংগঠনের সম্মানিত উপদেষ্টা জালাল উদ্দিন,অধ্যাপক মোঃ আমিনুল হক, মনাফ আহমদ বাবুল, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী, পিকনিক-২০২৫ উদযাপন কমিটির আহবায়ক গোলাম আজম মাসুক ও নিউজার্সি থেকে আগত অতিতি এডভোকেট মাহ্ফুজুর রহমান রুমন সহ এসোসিয়েশন ও কমিউনিটি নেতৃবৃন্দ।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক মিশিগান ষ্টেট হাউস রেপ্রেজেন্টেটিভ এবং বর্তমান ওয়ারেন সিটি মেয়র লরি স্টোন। মেয়র লরি স্টোন তার বক্তব্য গোয়াইনঘাট এসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেন।
যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটি কাউন্সিল ভাইস-প্রেসিডেন্ট মেলডি মেগী, ওয়ারেন সিটি কাউন্সিলম্যান জনাতন লেফারটি এবং বিভিন্ন সিটি কমিশনার বিন্দ। ইউএস কংগ্রেস ক্যান্ডিডেট এরিক চন্জ, মিশিগান স্টেট সিনেট ক্যান্ডিডেট সাদিয়া মার্টিনি , হামট্রামিক মেয়র ক্যান্ডিডেট এডাম আল হারাবি, মুহিত মাহমুদ, কাউন্সিলম্যান আবু মুসা, কাউন্সিলম্যান ক্যান্ডিডেট নায়িম চৌধুরী, ড. রাব্বি আলম, ইঞ্জিনিয়ার খাজা আফজল হোসাইন, কবির আহমেদ, শাব্বির হোসাইন।
মধ্যাহ্নভোজ শেষে দ্বিতীয় পর্যায়ে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের প্রতিযোগীরা খেলাধুলার ৩৪ টি ইভেন্টে অংশগ্রহণ করেন। ৩৪ টি ইভেন্টে ১৩০ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। তৃতীয় পর্যায়ে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে উপচেপড়া শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফি এবং ফিরুজ আলী। অনুষ্টানে খাজা ক্যাফে এর সৌজন্যে শুরু থেকে শেষ পর্যন্ত জালমুড়ি, চানাচুর, তরমুজ, চা কফি, বিস্কুট সহ অনেক মজাদার খাবার পরিবেশন করা হয়।
প্রথম পুরস্কার একটি অত্যাধুনিক জীপগাড়ি, রেফ্রিজারেটর, ল্যাপটপ, টিভি সহ ২০টি আকর্ষণীয় পুরস্কারের রাফেল ড্র অনুষ্ঠিত হয়। রাফেল ড্র এর প্রথম পুরস্কার একটি অত্যাধুনিক জীপগা বিজয়ী ড. খাজা শাহাব আহমেদের নিকট চাবি হস্তান্তর করা হয়।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ শাহেদুল হক, মিশিগান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তুফায়েল রেজা সুহেল, আশিক রহমান, হেলাল উদ্দিন রানা, চিন্ময় আচার্যী প্রমুখ।
এ সময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপচেপড়া উপস্থিতিতির মধ্যে ছিলেন শরীফ উদ্দিন, মোহাম্মদ আহাদ,আবুল কালাম আজাদ, খলকুর রহমান, হেলাল খান, শাহাদাত হোসাইন মিন্টু, খালেদ আহমেদ, মনজুরুল করিম তুহিন, কাপ্তান মিয়া,নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী শাহেদা সাদেক, সালেহ আহমেদ বাদল, দেলোয়ার হোসেন,কামাল পাশা,জুবের আহমেদ,মুরাদ ইসলাম, মুর্শেদ আহমেদ, গুলজার আহমেদ,মাহবুব রাব্বি, রিয়েলটর ইউসুফ আলম, কামাল উদ্দিন,আব্দুর রকিব, মোঃ ফরিদ আহমেদ,ইয়াসিন আহমেদ, রফিক উদ্দিন, জাহাঙ্গীর আহমেদ,রুমন আহমেদ, রায়হান আহমেদ, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন,খোকন আহমেদ, কামাল উদ্দিন, খালেদ আহমেদ, নিজাম উদ্দিন, আলমগীর আলী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আগত অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা উপহার প্রদান করা হয়।
রাফেল ড্র এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আব্দুল লতিফ বাবুল, মোঃ রমিজ উদ্দিন, জয়নাল উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ কামাল আবেদীন, আক্তার হোসেন মাসুক, রসেন্দ্র কুমার দাশ,আব্দুল মালিক, মোঃ আশরাফুল আমিন, ইফতেখার হেলাল, মফিজুর রহমান, মোঃ হেলাল আবেদীন, মোঃ আব্দুল খালিক, নিজাম উদ্দিন, খালিক উদ্দিন, মনির উদ্দিন, কয়েস আহমেদ, মোঃ সোয়াইব, দিলওয়ার হোসেন,আলিম আহমেদ, আনিস জামান,আবুল হাসনাত রতন, আবু কাওসার, জাকির মুন্না, রানু আহমেদ, ওলিউর রহমান, লুৎফুর আহমেদ, মোঃ জালাল আবেদীন, বেলাল উদ্দিন মাস্টার, সাঈদ আলী মেম্বার, হারুনুর রাশিদ, রাসেল আহমেদ, এস এম জয়নাল, সেলিম আহমেদ, জাহাঙ্গীর আহমেদ, কামরুল হাসান, শাহেদ উদ্দিন, শামীম আহমেদ. শুভ আহমেদ, সায়েদ আহমেদ, সালমান আহমেদ, বেলাল আহমেদ, শামসুদ্দিন ,আলিম উদ্দিন সহ অন্যান্যরা।
সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে নেতৃবৃন্দ এ আয়োজনকে বাঙ্গালীর মিলন মেলা হিসেবে আখ্যায়িত করেন এবং একটি সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মেদ নজরুল ইসলাম বদরুল আগত সকল অতিথিবৃন্দ ও সুশৃঙ্খলভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031