সর্বশেষ

কানাইঘাটে পুলিশের অভিযানে ভারতীয় চিনি আটক || মামলা দায়ের

প্রকাশিত: ২৪. জুন. ২০২৫ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট থানা পুলিশ এক অভিযান চালিয়ে ২০ বস্তা ভারতীয় অবৈধ চিনি আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৯টার দিকে থানার এস.আই দুর্গা কুমার দেবের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার এলাকায় ডিউটিরত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্থানীয় জয়ফৌদ গ্রামের মৃত মুদরিছ আলীর পুত্র চোরাকারবারী বিলাল উদ্দিনের বসত ঘরে ভারতীয় অবৈধ চিনি মজুদ রয়েছে। এরপর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের দিকনির্দেশনায় এস.আই দুর্গা কুমার দেবের নেতৃত্বে একদল পুলিশ বিলাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বস্তা ভারতীয় চিনি আটক করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী বিলাল উদ্দিন পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ভারতীয় চিনির মালিক বিলাল উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
সড়কের বাজার এলাকার সচেতন মহল জানিয়েছেন, একটি চোরাকারবারী চক্র সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় চিনি, মাদক, ইয়াবা সহ অন্যান্য চোরাই পণ্য লোভা ও সুরমা নদী দিয়ে নৌকা করে এনে দেশের বিভিন্ন এলাকায় চালান করে থাকে। বিভিন্ন সূত্রে জানা গেছে, দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার এলাকার সোহাগ, শিমুল, রুবেল, তারেক, রফিকুল, ভাটিবারাপৈত গ্রামের রঞ্জন সহ একটি চোরাকারবারী চক্র এসব অবৈধ ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত রয়েছে। এসব চোরাকারবারীদের আইনের আওতায় এনে জমজমাট চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রণে আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবী জানিয়েছেন অনেকে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031